ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

ভোটারকে থাপ্পড় মারায় এমপির গালে পাল্টা থাপ্পড় ভোটারের

২০২৪ মে ১৪ ০৯:৫০:৫৮
ভোটারকে থাপ্পড় মারায় এমপির গালে পাল্টা থাপ্পড় ভোটারের

আন্তর্জাতিক ডেস্ক : এমপি ও ভোটারের মধ্যে পাল্টাপাল্টি চড়–থাপ্পড়, কিল–ঘুষি ও মারধরের ঘটনা ঘটেছে ভারতের এক ভোটকেন্দ্রে। প্রথমে একজন ভোটারকে চড় দেন অন্ধ্রপ্রদেশের এক এমপি। পরে ওই এমপিকে পাল্টা চড় দেন ওই ভোটার। খবর এনডিটিভির

প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার ভারতের লোকসভার চতুর্থ দফার নির্বাচনের দিনে অন্ধ্রপ্রদেশের একটি ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটেছে। তবে মারধর শুরু হওয়ার আগে কী ঘটেছিল, তা স্পষ্ট জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাইনে না দাঁড়িয়ে সরাসরি ভোটকেন্দ্র প্রবেশ করছিলেন ওয়াইএসআর কংগ্রেস পার্টির বিধানসভার এমপি এ শিবকুমার। এ সময় তাঁকে বাধা দেন এক ভোটার। তখন শিবকুমার কষে থাপ্পড় দেন ওই ভোটারের গালে। ওই ভোটারও তখন পাল্টা থাপ্পড় দেন শিবকুমারকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, শিবকুমারকে থাপ্পড় দেওয়ার পর তাঁর সঙ্গে থাকা দলীয় নেতাকর্মীরা ওই ভোটারের ওপর চড়াও হন। তাঁকে বেধড়ক চড়-থাপ্পড় ও কিল–ঘুষি মারেন তাঁরা।

ভারতে চলছে লোকসভা নির্বাচন। সাত দফার এ নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ গতকাল সারাদেশের ৯৬টি আসনে অনুষ্ঠিত হয়েছে। গতকাল অন্ধ্রপ্রদেশের ২৫টি আসনে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এ নির্বাচনে ওয়াইএস জগন মোহন রেড্ডির নেতৃত্বাধীন ওয়াইএসআর কংগ্রেস পার্টি সরকার বিজেপি এবং এন চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বাধীন তেলেগু দেশম পার্টির জোটের বিরুদ্ধে লড়াই করছে।

শেয়ারনিউজ, ১৪ মে ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে