ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

তিউনিসিয়ায় অভিবাসনপ্রত্যাশী বেড়েছে ২২ শতাংশের বেশি

২০২৪ মে ১৩ ২২:২৬:৫১
তিউনিসিয়ায় অভিবাসনপ্রত্যাশী বেড়েছে ২২ শতাংশের বেশি

আন্তর্জাতিক ডেস্ক : ক্রমশ বেড়েই চলছে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ায় অভিবাসীর সংখ্যা। বর্তমানে দেশটিতে অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা বেড়ে ২২.০৫ শতাংশে দাঁড়িয়েছে।

সোমবার (১৩ মে) তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের বরাত দিয়ে আরব নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

এসব অভিবাসী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যেতে ব্যর্থ হলে দেশটির ন্যাশনাল গার্ডের হাতে ধরা পড়ে।

রোববার এক প্রেস বিবৃতিতে ন্যাশনাল গার্ড জানিয়েছে, ২০২৪ সালের প্রথম চার মাস অর্থাৎ ১ জানুয়ারি থেকে ৩০ এপ্রিলের মধ্যে ২১ হাজার ৫৪৫ জনকে তিউনিসিয়া উপকূলে আটক করেছে তারা।

যেখানে গত বছরে একই সময়ে এই সংখ্যা ছিল ১৭ হাজার ৫৭৬।

চলতি বছরের এই পর্যন্ত ৭৫১টি উদ্ধার অভিযান চালিয়েছে দেশটির ন্যাশনাল গার্ড। যা ২০২৩ সালের ৭৫৬টির কাছাকাছি।

শেয়ারনিউজ, ১৩ মে ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে