ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

সিএসইর শরিয়াহ সূচক সমন্বয়

২০২৪ মে ১৩ ১৮:৩৭:২৭
সিএসইর শরিয়াহ সূচক সমন্বয়

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরম্যান্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই শরিয়াহ সূচক সমন্বয় করেছে দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)। সিএসই শরিয়াহ সূচকে যুক্ত করা হয়েছে নতুন ছয়টি কোম্পানিকে এবং বাদ দেয়া হয়েছে আগের পাঁচটি কোম্পানিকে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, শরিয়াহ সূচকে নতুন করে যুক্ত হওয়া কোম্পানি ছয়টি হলো- এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, বারাকা পাওয়ার লিমিটেড, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড, রহিমা ফুড কর্পোরেশন ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড কোম্পানি লিমিটেড।

এছাড়া, বাদ যাওয়া কোম্পানি পাঁচটি হলো- এসিআই ফরমুলেশনস লিমিটেড, বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সায়হাম কটন মিলস লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি ও স্ট্যান্ডার্ড সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ সূচকে মোট ১২৬টি কোম্পানিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।শেয়ারনিউজ, ১৩ মে ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে