ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

ওমানে কমছে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা

২০২৪ মে ১৩ ১৮:২৮:৩০
ওমানে কমছে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা

প্রবাস ডেস্ক : ওমান থেকে ভিসা নিষেধাজ্ঞা পাওয়ার পর দেশটিতে বাংলাদেশিদের উপস্থিতি আশঙ্কাজনকহারে কমতে শুরু করেছে।

দেশটির পরিসংখ্যান বিভাগের (এনসিএসআই) দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ মাসে ওমানে পা রেখেছেন ১৪ হাজার ৪৬৯ জন বাংলাদেশি। বিপরীতে ওমান ছেড়ে গেছেন ২০ হাজার ৯০৯ জন প্রবাসী বাংলাদেশি। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে ওমানে যতজন বাংলাদেশি ঢুকেছেন, তার চেয়ে বেশি দেশটি ছেড়েছেন।

গত বছরের ৩১ অক্টোবর ভিসা বন্ধের পর থেকে প্রথম তিন মাসে প্রায় ২০ শতাংশ কম বাংলাদেশি ওমান গেছেন। সময়ের ব্যবধানে এই সংখ্যা আরো কমছে। তারপর থেকে কমার হার অব্যাহত রয়েছে।

এনসিএসআই বলছে, মার্চের শেষ পর্যন্ত ওমানের এয়ারপোর্টগুলো দিয়ে ৩৮ লাখেরও বেশি যাত্রী যাতায়াত করেছে। এরমধ্যে মাস্কাট বিমানবন্দর ব্যবহার করেছেন ৩৪ লাখ বিমানযাত্রী। যা গত বছরের একই সময়ের তুলনায় ১৭.৭ শতাংশ বেশি।

তবে এবার মাস্কাট বিমানবন্দর ব্যবহার করে সব প্রবাসী যাত্রীদের ছাড়িয়ে গেল ভারত। মার্চ মাসে মোট ১ লাখ ৫৭ হাজার ভারতীয় বিমানবন্দরটি ব্যবহার করেছিলেন। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানিদের সংখ্যা ৪৪ হাজার। এরপরই বাংলাদেশিদের অবস্থান।

সম্প্রতি, ওমান ভ্রমণে ভারতীয়দের সংখ্যা অনেক বেড়েছে। তবে বাংলাদেশিদের কমার একটি বড় কারণ ভিসা স্থগিত করা। ফলে ওমানে বৈধভাবে অবস্থানরত বাংলাদেশিরাই বিমানবন্দর ব্যবহারের সুযোগ পাচ্ছেন।

বিপুল সংখ্যক অবৈধ বাংলাদেশি শ্রমিকের উপস্থিতির কারণে ওমান আর কোনো ক্যাটাগরিতে বাংলাদেশিদের জন্য ভিসা দিচ্ছে না। বিমান চলাচলেও প্রভাব পড়েছে। যাত্রী কম থাকায় চট্টগ্রামে ফ্লাইট সার্ভিস বন্ধ করে দিয়েছে ওমান এয়ার।

শেয়ারনিউজ, ১৩ মে ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে