ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

বাল্টিক সাগরে এলেই বিমানের সিগন্যাল হারিয়ে যাচ্ছে!

২০২৪ মে ১৩ ১৫:৫৫:৩৯
বাল্টিক সাগরে এলেই বিমানের সিগন্যাল হারিয়ে যাচ্ছে!

আন্তর্জাতিক ডেস্ক : বাল্টিক সাগর এবং কালিনিনগ্রাদ অঞ্চলে স্যাটেলাইট নেভিগেশন ব্যাঘাত গত কয়েক বছরে একটি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমারা এর জন্য রাশিয়াকে দায়ী করে আসছে। এদিকে সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’ একটি ছবি প্রকাশ করেছে। ছবিটি একটি স্যাটেলাইট ডিশের। ছবিটি মুক্তির সঙ্গে সঙ্গেই তোলপাড় শুরু হয়।

জানা যায়, স্যাটেলাইট ডিশটি কালিনিনগ্রাদে অবস্থিত রাশিয়ান ঘাঁটিতে রয়েছে বলে দাবি করা হয়। এই স্যাটেলাইট ডিশটি হল 'টোবোল'। রাশিয়ার বিরুদ্ধে বিমানের বৈদ্যুতিক সিস্টেমে হামলার জন্য এই অস্ত্র ব্যবহার করার অভিযোগ রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পোল্যান্ড ও লিথুয়ানিয়া সীমান্তে কালিনিনগ্রাদে রাশিয়ান নৌবাহিনীর একটি সামরিক ঘাঁটি রয়েছে।

বিমানের গ্লোবাল পজিশনিং সিস্টেম, বা জিপিএস এবং অন্যান্য রেডিও তরঙ্গগুলি বাল্টিক সাগরের সেই অঞ্চল দিয়ে যাওয়ার সময় প্রায়শই কাজ করে না। ওই নির্দিষ্ট এলাকার আকাশে ফ্লাইট গেলে কেন এমন হচ্ছে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

এদিকে বিশেষজ্ঞদের মতে, 'টোবোল' নামের একটি অস্ত্র বৈদ্যুতিক সংকেতকে ব্যাহত করছে। আর রাশিয়া গোপনে সেই অস্ত্র ব্যবহার করছে বাল্টিক সাগরে। যখন একটি বিমান বাল্টিক সাগরের সীমানার মধ্যে দিয়ে যায়, তখন তার জিপিএস বা অন্যান্য ইলেকট্রনিক সংকেত কাজ করে না।

কিন্তু অনেকেই বিশ্বাস করেন যে টোবোল বিমানের স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমে আঘাত করেছে, যার ফলে জিপিএস বা অন্যান্য বৈদ্যুতিক সংকেত কাজ করা বন্ধ করে দিয়েছে।

এদিকে, দ্য সান প্রতিবেদনে দাবি করা হয়েছে; রাশিয়াজুড়ে এমন ১০টি টোবোল পাওয়া গেছে। ভ্লাদিমির পুতিনের সরকার বিমানের বৈদ্যুতিক সংকেত সাময়িকভাবে নিষ্ক্রিয় করতে এই 'টোবোল' অস্ত্র ব্যবহার করছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ন্যাটোর ক্ষেপণাস্ত্র থেকে তাদের ঘাঁটি রক্ষা করতে টোবোল ব্যবহার করছে। শত্রুপক্ষ যদি আকাশে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করে, তাহলে 'টোবোল' দিয়ে তা ঠেকানো সম্ভব হবে।

এদিকে, ওয়াশিংটন পোস্ট বলছে, 'টোবল' থেকে যে সংকেত ছড়ায় তা বিভিন্ন বৈদ্যুতিক সংকেতকে বিভ্রান্ত করে এবং সেইসব বৈদ্যুতিক ডিভাইস ব্যবহারকারীদের ভুল তথ্য দিতে শুরু করে।

মার্কিন গোয়েন্দারা বিশ্বাস করে যে রুশ প্রেসিডেন্ট ইউক্রেনে স্টারলিংক ট্রান্সমিশন ব্যাহত করার জন্য টোবল ব্যবহার করছেন। ইউক্রেনীয় বাহিনী যোগাযোগের জন্য স্টারলিংকের মতো স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহার করে।

শেয়ারনিউজ, ১৩ মে ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে