ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
Sharenews24

দর বৃদ্ধিতে ‘বি’ ক্যাটাগরির আধিপত্য

২০২৪ মে ১২ ১৬:৫৭:০৮
দর বৃদ্ধিতে ‘বি’ ক্যাটাগরির আধিপত্য

নিজস্ব প্রতিবেদ : আজ ১২ মে দেশের শেয়ারবাজারে সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৯০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৯৬টি, কমেছে ১৫৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির। এদিন দর বৃদ্ধির তালিকায় আধিপত্য ছিল ‘বি’ ক্যাটাগরির কোম্পানি। দর বৃদ্ধির তালিকায় ১০টির মধ্যে ৬টিই ছিল ‘বি’ ক্যাটাগরির কোম্পানি। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, টাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি), লিগ্যাসি ফুটওয়্যার, স্টাইল ক্র্যাফট এবং সিলভা ফার্মা।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। এর মধ্যে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের দর দিন কোম্পানিটির দর ৪ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ৪৮ টাকা ৪০ পয়সায়। অপরদিকে, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের দর ২ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ২৭ টাকা ৫০ পয়সায়।

এরপর তালিকার পঞ্চম স্থানে থাকা আইসিবির দর বেড়েছে ৯.৯০ শতাংশ। ৯.৯৭ শতাংশ দর বেড়ে তালিকার অষ্টম স্থানে রয়েছে লিগাসি ফুটওয়্যার।

অন্য দুই কোম্পানির মধ্যে- স্টাইল ক্র্যাফটের ৯.৮৭ শতাংশ এবং সিলভা ফার্মার ৯.৮১ শতাংশ দর বেড়েছে।

শেয়ারনিউজ, ১২ মে ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে