ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

রাস্তায় উল্টে গেল গাড়ি, বেরিয়ে এল ১০ কোটি টাকা!

২০২৪ মে ১২ ১১:০২:৪৯
রাস্তায় উল্টে গেল গাড়ি, বেরিয়ে এল ১০ কোটি টাকা!

ডেস্ক রিপোর্ট : লোকসভা নির্বাচন চলছে ভারতে। আর এই নির্বাচনকে ঘিরে টাকা ছড়িয়ে আছে বিভিন্ন রাজ্যে। সম্প্রতি দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ঝাড়খণ্ড থেকে প্রায় ৩৫ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। এবার সড়কেই ১০ কোটি টাকা পাওয়া গেছে।

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, শুক্রবার ভারতের পূর্ব গোদাবাড়ি নল্লাজারলা মণ্ডল এলাকার অনন্তপল্লি এলাকায় একটি লরি একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে গাড়িটি উল্টে যায়। এতে ভেতর থেকে বেরিয়ে এলো ৭টি কার্ডবোর্ডের বাক্স।

সেসব বাক্স থরে থরে সাজিয়ে রাখা হয়েছে রুপি। পরে পুলিশ এসে এসব রুপি জব্দ করে। গাড়িটি তখন ভিসাখাপত্মম থেকে বিজয়ওয়াদায় যাচ্ছিল। দুর্ঘটনায় আহত হয়েছেন চালক। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে টাকা উদ্ধার করা হলেও এই টাকার উৎস এখনো জানতে পারেনি পুলিশ। এমনকি এই অর্থ রাজনৈতিক কাজে ব্যবহৃত হচ্ছিল কিনা তাও জানা যায়নি। এরই মধ্যে তারা তদন্তে নেমে পড়েছে।

এর আগে বৃহস্পতিবার, অন্ধ্রপ্রদেশের এনটিআর জেলার একটি পুলিশ চেকপোস্টে একটি ট্রাক থেকে 8 কোটি টাকা জব্দ করা হয়েছিল। এই ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

এর একদিন পর শুক্রবার আরেকটি গাড়িতে পাওয়া গেছে ১০ কোটি টাকা।

অন্ধ্রপ্রদেশের এই এলাকায় আগামী ১৩ মে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে।

শেয়ারনিউজ, ১২ মে ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে