ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

ঈদুল আজহায় চাকরিজীবীরা বড় ছুটি পেতে পারেন

২০২৪ মে ১১ ১৯:২০:৪৩
ঈদুল আজহায় চাকরিজীবীরা বড় ছুটি পেতে পারেন

নিজস্ব প্রতিবেদক : মুসলমানদের জীবনে দুটি বড় ধর্মীয় উৎসবের একটি ঈদুল আজহা। ঈদুল ফিতরের দুই মাস দশ দিন পর মুসলমানেরা ঈদুল আজহা পালন করে থাকেন। দিনের হিসাবে যা সবোর্চ্চ ৭০ দিন হতে পারে।

কোরবানির ঈদ কবে হবে, সেই তারিখ জানার আগ্রহের পাশাপাশি ছুটি কবে থেকে শুরু হবে, সেই হিসাব-নিকাশও করতে শুরু করেছে প্রায় সবাই। কারণ, ঈদের ছুটিতে স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন মানুষ। যাঁরা দূরদূরান্তে থাকেন, ছুটিতে তাঁরা ছুটে যান প্রিয়জনদের কাছে।

এবারের ঈদে কত দিন ছুটি পাওয়া যাবে তা নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। কেউ বলছেন পাঁচ দিন আবার কেউ বলছেন ছয় দিনের ছুটি। তবে নিশ্চিত হওয়ার জন্য জিলহজ মাসের চাঁদ দেখার মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদিও সরকারি কর্মচারীরা আপাতত নিশ্চিত, টানা পাঁচ দিন ছুটি পাচ্ছেন তারা।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহারে সাধারণ ছুটি রয়েছে। আর ঈদের আগের ও পরের দিনগুলো নির্বাহী আদেশে সরকারি ছুটি হিসেবে রাখা হয়। এবার ঈদুল আজহা উপলক্ষে ১৭ জুন (সোমবার) ছুটি ঘোষণা করেছে সরকার।

এই হিসেবে ১৬-১৭-১৮ (রোববার, সোমবার এবং মঙ্গলবার) ঈদুল আজহার সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে। আগের দুদিন ১৪, ১৫ জুন (শুক্র, শনিবার) সাপ্তাহিক ছুটি। সেই হিসেবে শেষ কর্মদিবস ১৩ জুন (বৃহস্পতিবার)।

তবে ঈদের পরে বুধ, বৃহস্পতিবার (১৯, ২০ জুন) কর্মদিবস আছে। কেউ যদি এই দুদিন ছুটি কোনোভাবে ‘ম্যানেজ’ করতে পারেন এরপর ২১ ও ২২ জুন যথাক্রমে শুক্র, শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি। ঈদ আর সাপ্তাহিক ছুটি মিলিয়ে তাই এবার মোট ছুটি হতে পারে ৯ দিন।

উল্লেখ্য, জিলহজ মাসের ১০ তারিখে সারা বিশ্বের মুসলমানরা তাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপন করে। এই উৎসবে পশু কোরবানি দেওয়া হয়, যার মাধ্যমে ইসলাম নিজের ভেতরের কলুষতা ত্যাগ করে সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করতে শেখায়।

শেয়ারনিউজ, ১১ মে ২২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে