ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

ভাগ্য বদলের আশায় দুবাই গিয়ে ফিরলেন কফিনবন্দি হয়ে

২০২৪ মে ১১ ১২:২০:১৩
ভাগ্য বদলের আশায় দুবাই গিয়ে ফিরলেন কফিনবন্দি হয়ে

নিজস্ব প্রতিবেদক : ভাগ্য বদলের আশায় তিন মাস আগে দুবাই পাড়ি জমিয়েছিলেন মো. রাকিব উদ্দিন। সেখানে গিয়ে চাকরিতে যোগদানও করেছিলেন। নিয়ম-নীতি মেনে কাজ-কর্মও করছিলেন।

কিন্তু কর্মক্ষেত্রে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। যেখানে উৎসবমুখরতা নিয়ে বাড়ি ফেরার কথা, সেখানে তার নিথর দেহ ফিরেছে কফিনবন্দি হয়ে। তার মৃত্যুতে বিষাদের ছায়া নেমে এসেছে বাড়িতে।

শুক্রবার (১০ মে) রাত সাড়ে ৮টার দিকে হাতিয়া উপজেলার নিজ বাড়িতে রাকিবের দাফন সম্পন্ন হয়। সে হাতিয়ার চরকিং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরইশ্বর রায় হোতারাগো বাড়ির মো. জামাল উদ্দিনের ছেলে।

জানা যায়, চার ভাই ও এক বোনের মধ্যে রাকিব উদ্দিন চতুর্থ। দ্বীপ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও একাদশ শ্রেণির ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিন মাস আগে ভাগ্য পরিবর্তনে দুবাই পাড়ি জমান। একটি কোম্পানিতে চাকরি নেন শ্রমিকের।

এরপর গত ১৮ এপ্রিল কর্মক্ষেত্রে লিফট দুর্ঘটনায় মারাত্মক আহত হন রাকিব। দীর্ঘ নয় দিন আইসিইউতে ছিলেন। সবশেষ ২৬ এপ্রিল আইসিইউতেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

শুক্রবার সন্ধ্যায় রাকিবের মরদেহ নিজ বাড়িতে এলে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জানাজা শেষে ওমর মুন্সী মসজিদের পাশের পারিবারিক কবরস্থানে দাদার কবরের পাশে তাকে শায়িত করা হয়।

রাকিবের বড় ভাই ইরাক উদ্দিন বলেন, ‘আমার ভাই কাজে গিয়ে লিফট দুর্ঘটনায় মারাত্মক আহত হয়। তারপর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। নয় দিন পর সে শেষনিঃশ্বাস ত্যাগ করে। আমাদের সংসার এলোমেলো হয়ে গেল। ভাইকে হারিয়ে আমরা সবাই দিশাহারা অবস্থায় আছি।’

রাকিবের বাবা জামাল উদ্দিন বলেন, ‘আমার বড় ছেলে প্রতিবন্ধী। রাকিব পড়াশোনা রেখে পরিবারের স্বপ্ন পূরণ করতে প্রবাসে পাড়ি দিয়েছিল। কিন্তু তিন মাসের মাথায় আজ সে কফিনবন্দি হয়ে ফিরেছে। তার মা রেজিয়া বেগম বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন। আমিও ছেলেকে হারিয়ে পাগলের মতো হয়ে আছি।’

হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মাহবুব মোর্শেদ লিটন বলেন, ‘হাতিয়ার অনেকেই ভাগ্য বদলাতে বিভিন্ন দেশে গেছেন। রাকিবও ভাগ্য পরিবর্তনের জন্য দুবাই গিয়েছিলেন এবং তিন মাসের মধ্যে মৃত অবস্থায় ফিরে আসেন। পরিবারের দায়িত্ব নিতে সে বিদেশে চলে যায়। কিন্তু ভাগ্য তার সহায় হয়নি। সবাই অশ্রুসজল চোখে তাকে বিদায় জানালো।’

শেয়ারনিউজ, ১১ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে