ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে পারে ইসরায়েল, অভিযোগ আমেরিকার

২০২৪ মে ১১ ১০:৩১:১৭
আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে পারে ইসরায়েল, অভিযোগ আমেরিকার

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় মার্কিন অস্ত্র ব্যবহার করে ইসরাইল আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করতে পারে। শুক্রবার (১০ মে) মার্কিন পররাষ্ট্র দফতর এ তথ্য জানিয়েছে।

বাইডেন প্রশাসন বলছে, আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন না করে মার্কিন অস্ত্র ব্যবহারের নির্ভরযোগ্য আশ্বাস তারা ইসরায়েলের কাছ থেকে পেয়েছে। তারা এখনও এ অভিযোগ সম্পর্কিত তাদের কাছে আসা তথ্য যাচাই সম্পন্ন করেনি।

এর আগে, গত ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট জো বাইডেন একটি জাতীয় নিরাপত্তা স্মারক (এনএসএম) জারি করে। সেখানে বলা হয়, গাজায় যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্র আন্তর্জাতিক আইন মেনে ইসরায়েল ব্যবহার করছে কি না, তা নিয়ে ব্লিঙ্কেনকে অবশ্যই 8 মে-এর মধ্যে কংগ্রেসে প্রতিবেদন জমা দিতে হবে।

রয়টার্স জানায়, মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে কংগ্রেসের কাছে ৪৬ পৃষ্ঠার পর্যালোচনায় এই সম্ভাব্য অভিযোগের কথা বলা হয়েছে।

এই পর্যালোচনা ইসরায়েলের সঙ্গে বাইডেন প্রশাসনের তিক্ততার সম্পর্ক আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

রাফাহতে অভিযান নিয়ে ইতোমধ্যে দুই দেশ ভিন্ন অবস্থান নিয়েছে। এরই মধ্যে বাইডেন প্রশাসন ইসরায়েলের একটি অস্ত্রের চালান আটকে দিয়েছে। যা মার্কিন নীতির গুরুত্বপূর্ণ পরিবর্তন।

এদিকে হামাসের প্রবল প্রতিরোধ সত্ত্বেও ট্যাংক ও সাঁজোয়া যান নিয়ে রাফার আরও ভেতরে প্রবেশ করেছে ইসরায়েলি বাহিনী। হামাস যোদ্ধাদের সাথে ব্যাপক সংঘর্ষের খবর জানিয়েছে আল-জাজিরা।

শুক্রবার হামাসের হামলায় গাজায় ৪ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।

গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ২০০ জন নিহত হয়। এরপর থেকে গাজায় বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।

প্রায় সাত মাস ধরে চলা এই হামলায় এখন পর্যন্ত ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

শেয়ারনিউজ, ১১ মে ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে