ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

ভারতীয় নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ, যা বলল যুক্তরাষ্ট্র

২০২৪ মে ১০ ১৪:৩৯:২০
ভারতীয় নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ, যা বলল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের নির্বাচনে মার্কিন হস্তক্ষেপের অভিযোগ তুলেছে রাশিয়া। তবে মস্কোর অভিযোগ প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমরা ভারতের নির্বাচনে হস্তক্ষেপ করছি না। বিশ্বের কোনো নির্বাচনেও আমরা হস্তক্ষেপ করি না।

এর আগে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করে, ভারতে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনকে অস্থিতিশীল করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন ফেডারেল কমিশনের রিপোর্টে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের জন্য ভারতের সমালোচনা করার পর মস্কো ওয়াশিংটনের বিরুদ্ধে এমন অভিযোগ করেছে।

বুধবার, রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি নিউজ জানিয়েছে যে পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন যে ভারতের জাতীয় মানসিকতা এবং ইতিহাস বোঝার ক্ষমতা মার্কিন যুক্তরাষ্ট্রের নেই। আর তারা দেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে ভিত্তিহীন অভিযোগ করছে।

জাখারোভা এটাকে দেশ ও রাষ্ট্র হিসেবে ভারতের প্রতি ‘অসম্মানজনক’ বলে অভিহিত করেছেন।

শেয়ারনিউজ, ১০ মে ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে