ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫
Sharenews24

স্বামী-সন্তান নিয়ে লন্ডন গেলেন সালমা

২০২৪ মে ১০ ০৭:৫৩:৪৩
স্বামী-সন্তান নিয়ে লন্ডন গেলেন সালমা

নিজস্ব প্রতিবেদক : লন্ডন গিয়েছেন সংগীতশিল্পী সালমা। তবে ঘোষিত কোনো স্টেজ শোতে অংশ নিতে নয়। তার স্বামী লন্ডন প্রবাসী। তাই দেশটিতে মাঝে মধ্যেই যেতে হয় এই সংগীতশিল্পীকে।

তবে এবার একা যাননি। স্বামী সন্তানসহ গেছেন। সালমা জানিয়েছেন, বেড়ানোর ফাঁকে হয়তো কিছু অনুষ্ঠানে গানও করতে পারেন। থাকবেন বেশ কিছুদিন।

এদিকে লন্ডন যাওয়ার আগে একটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন এই সংগীতশিল্পী। গানের শিরোনাম ‘কালা পাখি’। এটি লিখেছেন আশিক বন্ধু, সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।

এই গান প্রসঙ্গে সালমা বলেন, ‘এর আগেও আমি আশিক ভাইয়ের গীতিকবিতায় কণ্ঠ দিয়েছি। তবে এ গানের কথা তার লেখা আগের গানের চেয়ে একটু অন্য রকম। কেন জানি মনে হচ্ছে এটি প্রকাশের পর শ্রোতা-দর্শকের মনে জায়গা করে নেবে।’

এদিকে এরই মধ্যে সালমার কণ্ঠে প্রকাশ হয়েছে ‘বাবুই পাখির ঘর’ শিরোনামে একটি গান। এর কথা লিখেছেন এইচ বি ওয়াহিদ, সুর ও সংগীতায়োজন করেছেন রোহান রাজ। রকিবুল আলম রকিবের একটি নতুন সিনেমায় গান গেয়েছেন তিনি।

শেয়ারনিউজ, ১০ মে ২০২৪

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে