ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

সড়ক দুর্ঘটনায় এএসআই নিহত, হাসপাতালে ভর্তি

২০২৪ মে ০৯ ২১:২৫:৫৭
সড়ক দুর্ঘটনায় এএসআই নিহত, হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরে ট্রাক-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মটর সাইকেল আরোহী পুলিশের এএসআই মমতাজ নিহত হয়েছেন। অপর আরোহী এএসআই আব্দুল জলিল গুরুত্বর আহত হয়ে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (০৯ মে) বিকেলে সদর উপজেলার দশমাইল মহাসড়কের নশিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেল নিয়ে পুলিশের এএসআই মমতাজ ও এএসআই আব্দুল জলিল নশিপুর এলাকায় যাওয়ার পথে বিপরীত দিক থেকে একটি মালবোঝাই ট্রাক এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে ঘটনাস্থলেই মমতাজ নিহত হন। অপর আরোহী আব্দুল জলিলকে উদ্ধার করে দ্রুত এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

এস আই মমতাজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন জানান, দিনাজপুর শহরের পুলহাট ফাঁড়িতে তারা দুজন কর্মরত ছিলেন ।

শেয়ারনিউজ, ০৯ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে