ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫
Sharenews24

ফিল্মের এক ঝাঁক তারকার ওয়েব সিরিজ

২০২৪ মে ০৯ ১৬:৪৭:০৩
ফিল্মের এক ঝাঁক তারকার ওয়েব সিরিজ

নিজস্ব প্রতিবেদক: ফিল্মের এক ঝাঁক তারকা নিয়ে নির্মিত হচ্ছে ওয়েব সিরিজ 'ব্যাড গার্লস'। আগামী সপ্তাহে শুটিং শুরু হচ্ছে। এই ওয়েব সিরিজে শুটিং করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন দেশের একঝাঁক অভিনেতা-অভিনেত্রী।

ব্যাড গার্লস এর কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য তৈরি করেছেন গীতিকার ও লেখক অনুরূপ আইচ। ব্যাড গার্লস ওয়েব সিরিজ প্রযোজনা করছেন ইমরান সরকার।

ব্যাড গার্লসের প্রযোজক ইমরান সরকার বলেন, সিনেটেক ওটিটি প্লাটফর্ম ও সিনেটেক ইউটিউব এর জন্য বানানো হচ্ছে ব্যাড গার্লস। দর্শকদের আনন্দ ও সমাজের বাস্তব অবস্থা দেখানোর লক্ষ্য নিয়ে ওয়েব সিরিজটি নির্মাণ করা হচ্ছে।

ওয়েব সিরিজের পরিচালক সেলিম রেজা বলেন, বর্তমান সমাজের বাস্তবতা ও নানা বিষয় নিয়ে অনুরূপ আইচ দাদা খুব সুন্দরভাবে 'ব্যাড গার্লস'র গল্প ও সংলাপ লিখেছেন। মেয়েরা কেন খারাপ পথে যায়। কেন একটা মেয়ে খারাপ পথে যেতে বাধ্য হয়। কে বা কারা তাকে বাধ্য করে।

তিনি বলেন, প্রায় সব সেক্টরে কাজ করতে গেলে মেয়েদেরকে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। কেউ জীবন বাঁচাতে কিংবা কেউ জীবন সাজাতে প্রবেশ করে ফেলে আলো অন্ধকারের নানা গলিতে। আশাকরি গল্পটা সবার ভালো লাগবে।

তিনি আরও বলেন, গল্পের সাথে মিল রেখে, চরিত্র অনুযায়ী অভিনেতা অভিনেত্রী নির্বাচন করা হয়েছে। আমার বিশ্বাস, ব্যাড গার্লস নিয়ে দর্শক আলোচনা সমালোচনায় মুখরিত থাকবে।

ব্যাড গার্লস এ অভিনয় করছেন- শিরিন শিলা, নিঝুম রুবিনা, তানিন সুবাহ, আমান রেজা, সাইফ খান, তানিন সুবহা, রুভেন, শিমুল, আলিফ, এস কে তৃষ্ণা, পিয়া অনন্যা, শান্তা ইসলাম, ঋতু দত্ত, ইলা আহমেদ, ইসরাত জাহান, সোনিয়া আক্তার, তানিয়া আক্তার হৃদি, ইরানি, মারিয়া, নিন্দিয়া, আসিফ বাবু, তুহিন খান।

ব্যাড গার্লস ওয়েব সিরিজের আকর্ষণীয় দুটি চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন চলচ্চিত্রের জনপ্রিয় দুই খলনায়ক শিবা সানু ও ডন। এই ওয়েব সিরিজে আরও অনেক তারকা শিল্পী চুক্তিবদ্ধ হবে বলে জানিয়েছেন পরিচালক।

ব্যাড গার্লস ওয়েব সিরিজে অভিনয়ের ব্যাপারে ইতিমধ্যে অভিনেতা-অভিনেত্রীরা ভিডিও বার্তায় দিয়েছেন তাদের ভক্ত ও দর্শকদের উদ্দেশ্যে। তারা প্রত্যেকেই বলেন, ভিন্নধর্মী গল্পের একটি ওয়েব সিরিজ ব্যাড গার্লস।

এই ওয়েব সিরিজের প্রতিটা চরিত্র চ্যালেঞ্জিং। এই সিরিজে গল্পের নানা বাঁক ও মারপ্যাঁচ রয়েছে। রয়েছে টানটান উত্তেজনা। আশা করছি ভালো কিছু হতে যাচ্ছে। এজন্যই আমরা সবাই একত্রিত হয়ে আন্তরিকতা দিয়ে সেলিম রেজার এই ওয়েব সিরিজ জনপ্রিয় করতে কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছি।

শেয়ারনিউজ, ০৯ মে ২০২৪

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে