ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫
Sharenews24

অস্ট্রেলিয়ায় তাহসানের কনসার্ট

২০২৪ মে ০৭ ১৯:৩৪:০১
অস্ট্রেলিয়ায় তাহসানের কনসার্ট

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় অভিনেতা ও গায়ক তাহসান রহমান খান অস্ট্রেলিয়ায় যাচ্ছেন কনসার্ট করতে। আগামী ১ জুন সিডনি শহরে আয়োজিত একটি কনসার্টে গান গাইবেন তিনি। নিজের ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তাহসানই খবরটি শেয়ার করেছেন।

ভিডিওতে তাহসান বলেন, ‘হ্যালো সিডনিবাসী, আমি তোমাদের শহরে আসছি। ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের এয়ার সায়েন্স থিয়েটারে আমি পারফর্ম করব।’

এটি তাহসানের একক কনসার্ট, নাম ‘তাহসান-লাইভ ইন সিডনি’। এর পরদিন অস্ট্রেলিয়ার মেলবোর্নে এবিসিএক্সের আয়োজনে উইলিয়ামস টাউন হলে আরও একটি কনসার্ট করবেন তাহসান।

তার আগে আগামী ১০ মে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটির এক্সপো জোনে ‘রক অ্যান্ড রিদম ৪.০’ কনসার্টে গাইবেন এ শিল্পী।

এরই মধ্যে পুরোনো লাইনআপে নতুন করে ফেরার ঘোষণা দিয়েছেন শূন্য দশকের শ্রোতাপ্রিয় ব্যান্ড ‘ব্ল্যাক’।

এতে বর্তমান সদস্যদের সঙ্গে পারফর্ম করবেন সাবেক সদস্য তাহসান, জন, মিরাজ ও টনি। এ কনসার্টে সাবেক ব্যান্ডের সঙ্গে পুনর্মিলন সেরে তাহসান উড়াল দেবেন অস্ট্রেলিয়ায়।

শেয়ারনিউজ, ০৭ মে ২০২৪

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে