ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

বরিশালে সাবেক মেয়রের স্ত্রী সন্তানদের বিরুদ্ধে দুদকের মামলা

২০২৪ মে ০৬ ২২:৪০:১৪
বরিশালে সাবেক মেয়রের স্ত্রী সন্তানদের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত আহসান হাবিব কামালের স্ত্রী ও দুই সন্তানের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুদক।

প্রায় সাড়ে ছয় কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সোমবার (৬ মে) দুদকের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবুল কাইয়ুম হাওলাদার বাদী হয়ে এসব মামলা করেন।

মামলায় আসামিরা হলেন, আহসান হাবিব কামালের স্ত্রী হোসনে আরা বেগম, তার ছেলে কামরুল আহসান রুপম ও মেয়ে মালিহা সাবরিন।

তিনটি মামলার মধ্যে একটি মামলা হয়েছে কামালের স্ত্রী হোসনে আরা বেগমের বিরুদ্ধে। এই মামলায় ৬৪ লাখ দুই হাজার ৩৭৮ টাকার সম্পদের তথ্য গোপনসহ দুই কোটি ৯৩ লাখ ৯৬ হাজার ৭৩৩ টাকা অবৈধ সম্পদ অর্জন করার অভিযোগ আনা হয়েছে।

অন্য মামলায় কামালের ছেলে কামরুল আহসান রুপমের বিরুদ্ধে চার লাখ ১২ হাজার ২১২ টাকার তথ্য গোপনসহ মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি এক কোটি ৮৯ লাখ ৬৩ হাজার ৮৯৩ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

এছাড়া কামালের মেয়ে মালিহা সাবরিনের বিরুদ্ধে দুই লাখ ৮২ হাজার ৪৬৫ টাকার সম্পদের তথ্য গোপনসহ এক কোটি ৫৮ লাখ ৯৯ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে।

মামলার বাদী আবুল কাইয়ুম বলেন, প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় ২০২২ সালে তাদের সম্পদ বিবরণী নোটিশ দেওয়া হয়েছিলো। ওই বছরের জুলাই মাসে সম্পদের হিসাব দাখিল করেন সাবেক মেয়র আহসান হাবিব কামালের পরিবারের সদস্যরা।

শেয়ারনিউজ, ০৬ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে