ঢাকা, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
Sharenews24

বড় উত্থানেও দুই ডজন কোম্পানি ক্রেতাশুন্য

২০২৪ মে ০৫ ১৬:১২:৫৫
বড় উত্থানেও দুই ডজন কোম্পানি ক্রেতাশুন্য

নিজস্ব প্রতিবেদক : আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে (০৫ মে) দেশের শেয়ারবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন শেয়ারবাজারে ব্যাপক উত্থানের পরও ক্রেতাশুন্য ছিল ২ ডজন কোম্পানি। নতুন সার্কিট ব্রেকার অনুসারে এসব কোম্পানির বিক্রেতা থাকলেও ক্রেতা ছিলনা। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

জানা যায়, সম্প্রতি ধারাবাহিক দরপতন রোধে এবং বাজারে স্থিতিশলতা ফিরিয়ে আনতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর দর কমার ক্ষেত্রে সর্বোচ্চ ৩ শতাংশ সার্কিট ব্রেকার বেঁধে দিয়েছে। অর্থাৎ যে কোনো কোম্পানির শেয়ার দর ৩ শতাংশ পর্যন্ত কমতে পারবে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, আজ ডিএসইতে সবচেয়ে বেশি দর কমেছে এডিএন টেলিকমের। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৩ টাকা ২০ পয়সা বা ২.৯৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০৩ টাকা ৫০ পয়সায়।

দ্বিতীয় সর্বোচ্চ বিডি ল্যাম্পসের শেয়ার দর আগের দিনের তুলনায় ৪ টাকা ৩০ পয়সা বা ২.৯৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩৯ টাকা ৭০ পয়সায়।

এরপর ৪ টাকা ৭০ পয়সা বা ২.৯৬ শতাংশ দর কমে তৃতীয় অবস্থানে রয়েচে হামি ইন্ডাস্ট্রিজ। আজ ডিএসইতে এই কোম্পানির প্রতিটি শেয়ার সর্বশেস ১৫৪ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।

দর কমে যাওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে- ইস্টার্ন ক্যাবলসের ২.৯৪ শতাংশ, এইচআর টেক্সটাইলের ২.৯২ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ২.৯২ শতাংশ, জুট স্পিনার্সের ২.৮৮ শতাংশ, হাউওয়েল টেক্সটাইলের ২.৮১ শতাংশ, জেএমআই হসপিটালের ২.৭৭ শতাংশ, পিপলস লিজিংয়ের ২.৭০ শতাংশ, এটলাস বাংলাদেশের ২.৬৯ শতাংশ, আইটিসির ২.৬৬ শতাংশ, কে অ্যান্ড কিউ এর ২.৬৪ শতাংশ, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২.৬৩ শতাংশ, আফতাব অটোমোবাইলসের ২.৬২ শতাংশ, জেএমআই সিরিঞ্জের ২.৪২ শতাংশ, আইসিবি অগ্রণী ওয়ান মিউচ্যুয়াল ফান্ডের ২.৯৫ শতাংশ, মেঘনা পেটের ২.৩৩ শতাংশ, সি পার্ল হোটেলের ২.৩১ শতাংশ, এসইএমএল লেকচার ফান্ডের ২.২৯ শতাংশ, লিবরা ইনফিউশনের ২.২৫ শতাংশ, ম্যাকসন স্পিনিংয়ের ২.২০ শতাংশ, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ২.১৪ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ২.১২ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ২.০৬ শতাংশ এবং প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২.০২ শতাংশ দর কমেছে।

শেয়ারনিউজ, ০৫ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে