ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

বরিশালে বিএনপি নেতার কাণ্ড

২০২৪ মে ০৩ ২২:৩১:৩৮
বরিশালে বিএনপি নেতার কাণ্ড

নিজস্ব প্রতিবেদক : বরিশালের আগৈলঝাড়া উপজেলায় দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করেছেন বিএনপির এক নেতা। দুধ দিয়ে গোসল করা বিএনপি নেতার নাম কেএম রেজাউল ফয়েজ রেজা। তিনি ওই উপজেলার বাগধা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক।

শুক্রবার (০৩ মে) আগৈলঝাড়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে নিজ বাড়িতে গিয়ে দুধ দিয়ে গোসল করেন তিনি। এই নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।

রেজাউল ফয়েজ রেজা বলেন, আমি দীর্ঘদিন বিএনপির সঙ্গে ছিলাম। এটা একটি ব্যবসায়িক দল। এটা কোনো রাজনৈতিক দল না।

তিনি বলেন, যারা বিএনপি করে তারা ব্যবসার জন্য রাজনীতি করে। নিজের জন্য, ব্যক্তির জন্য রাজনীতি করে। তাই অরাজনৈতিক দল থেকে নিজেকে মুক্ত করেছি। পবিত্রতার জন্য দুধ দিয়ে গোসল করছি।

রেজাউল ফয়েজ রেজা এর আগে তিনি সংবাদ সম্মেলন করে দলের পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে দলের নীতি, আদর্শ আর নেতাদের উদাসীনতা, অদক্ষতার অভিযোগ তুলে ক্ষুব্ধ হয়ে পদত্যাগের ঘোষণা দেন।

শেয়ারনিউজ, ০৩ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে