ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

নিউইয়র্কে অন্যথিয়েটারের ‘তিনকন্যার উপাখ্যান’

২০২৪ মে ০৩ ১৮:০৭:০৮
নিউইয়র্কে অন্যথিয়েটারের ‘তিনকন্যার উপাখ্যান’

প্রবাস ডেস্ক : নিউইয়র্কে বাংলা বইমেলার ৩৩তম আসরে ‘তিনকন্যার উপাখ্যান’ (A tale of three women) নাটকটি মঞ্চায়ন করতে যাচ্ছে।

আগামী ২৬ মে আহমেদ হোসেনের নির্দেশনায় নাটকটি মঞ্চায়ন হবে। নাটকে তিনজন নারী। তিনটি চরিত্র। তিনটি মনোলগ। তিন নারীর সংগ্রামী জীবনের টানাপোড়নের গল্পে জীবনের জয়গান নিয়েই তিনকন্যার উপাখ্যান।

নাটকটি রচনা করেছেন শামীম আহসান, বিদ্যুৎ সরকার এবং আহমেদ হোসেন। অভিনয় করেছেন ফারিহা রহমান, ফ্লোরা শুচি ও মুনিমা শারমিন।

সেট লাইট সাউন্ডে জনি ফ্রান্সিস গোমেজ, বদরুদ্দোজা সিদ্দিকী ও আসিফ চৌধুরী। সংগীত পরিচালনায় তানজির রাজিব। মঞ্চ সহযোগিতায় মৈত্রেয়ী দেবী, ফারিয়া ও ইশতিয়াক।

প্রযোজনায় অন্যথিয়েটার টরন্টো এবং অন্যস্বর টরন্টো। নাটকটির মঞ্চ ব্যবস্থাপনায় রয়েছেন রনি মজুমদার।

নাটকটির পরিচালক আহমেদ হোসেন বলেন, মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় আগামী ২৬ মে জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে নাটকটি মঞ্চস্থ করতে যাচ্ছি। তিন নারীর সংগ্রামী জীবনের গল্প স্পষ্টভাবে ফুটে উঠেছে নাটকটিতে।

তিনি বলেন, এই নাটকটি এরই মধ্যে টরন্টোতে ২৪ বার এবং অটোয়ায় একবার মঞ্চস্থ হয়েছে। আশা করি নিউইয়র্কের দর্শকরাও নাটকটি উপভোগ করবেন।

শেয়ারনিউজ, ০৩ মে ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে