ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড, ব্যবহারে সাশ্রয়ী হতে নির্দেশনা

২০২৪ মে ০১ ১২:৫৫:৪০
বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড, ব্যবহারে সাশ্রয়ী হতে নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) জানিয়েছে, মঙ্গলবার (৩০ এপ্রিল) ১৬ হাজার ৪৭৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড। রাতে পিডিবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিদ্যুৎ উৎপাদনে আগের সর্বোচ্চ রেকর্ডের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২২ এপ্রিল রাত ৯টায় ১৬ হাজার ২৩৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল। এদিকে রেকর্ড পরিমাণ উৎপাদন করেও বিদ্যুৎ সরবরাহ নিয়ে আশংকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

তীব্র তাপপ্রবাহের কারণে বিদ্যুতের ব্যবহার বেড়েছে উল্লেখ করে তা ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে সরকার। সেই সঙ্গে রাত ৮টার মধ্যে বাণিজ্যিক প্রতিষ্ঠান, বিপনিবিতান ও শপিংমলগুলো বন্ধ করে দেওয়ার জন্য নির্দেশনাও দেওয়া হয়েছে বিদ্যুৎ বিভাগ থেকে।

এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের বার্তায় বলা হয়েছে, গত ১৫ বছরে বিদ্যুৎ খাতে অভূতপূর্ব সাফল্য অর্জন সত্ত্বেও চলমান দাবদাহে বিদ্যুতের চাহিদা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। তা সত্ত্বেও গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা প্রদানে বিদ্যুৎ বিভাগ আন্তরিকভাবে কাজ করছে এবং একই সঙ্গে গ্রাহকদের আরও পরিমিত ও সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহারে আহ্বান জানাচ্ছে।

চলমান দাবদাহ ও গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে গ্রাহকদেরর সহযোগিতা কামনা করা হচ্ছে। বিদ্যুৎ বিভাগের নির্দেশনা-

* রাত ৮টার পর শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখুন।

* নিম্নহারে বিদ্যুৎ বিল সুবিধা প্রাপ্তির লক্ষ্যে দোকান, শপিং মল, পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে অতিরিক্ত বাতি ব্যবহারে বিরত থাকুন।

* সরকারি নির্দেশনা অনুযায়ী হলিডে স্ট্যাগারিং প্রতিপালন করুন।

* এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা এর ওপরে রাখুন।

* দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে হুকিং বা অবৈধ বিদ্যুৎ সংযোগ থেকে বিরত থাকুন।

* বেআইনিভাবে ইজিবাইক ও মোটরচালিত রিকশার ব্যাটারি চার্জিং থেকে বিরত থাকুন।

* বিদ্যুতের অপচয় রোধে বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করুন।

শেয়ারনিউজ, ০১ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে