ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারের দাবিতে সিলেটে গণজমায়েত

২০২৪ এপ্রিল ৩০ ০৭:৩৮:০২
সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারের দাবিতে সিলেটে গণজমায়েত

নিজস্ব প্রতিবেদক : পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে গ্রেপ্তারের দাবিতে সিলেটে গণসমাবেশ ও মিছিল হয়েছে।

বেনজীরের বিরুদ্ধে অভিযাগ দায়েরের কারণে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ‘প্রাণনাশের শঙ্কা’ তৈরি হওয়ায় গ্রেপ্তারের দাবি করা হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) দুপুর ২টায় সিলেট নগরীর কোর্ট পয়েন্টে দুর্নীতি নির্মূল বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটি এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। পরে শহরে একটি শোভাযাত্রা বের করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন দুর্নীতিমুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন। সভা পরিচালনা করেন কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম শিতাব।

এতে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুন রশীদ, সাংগঠনিক সম্পাদক ডা. অরুণ কুমার দেব, প্রচার সম্পাদক মীর আব্দুর করিম পাখি মিয়া, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, ফোরামের মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মুশাহিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক চিনু রঞ্জন তালুকদার প্রমুখ।

মাননবন্ধনে বক্তারা ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তার পাশে দেশবাসীকে দাঁড়ানোর আহবান জানিয়ে বলেন, ’৫২ প্রেরণা, মহান ’৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা প্রায় ১৮ কোটি গণমানুষের প্রাণের দাবি হচ্ছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন বলেন, ‘সোনার বাংলাকে হিরার বাংলায় পরিণত করতে হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি রোধে সংবিধানে থাকা ন্যায়পাল নিয়োগ ও তাদের বিষয় সম্পত্তির হিসাব সরকারের নিকট জমা দেওয়ার বিধান বাধ্যতামূলক করতে হবে।

শেয়ারনিউজ, ৩০ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে