ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

বিশ্বের বৃহত্তম বিমানবন্দর বানাচ্ছে দুবাই

২০২৪ এপ্রিল ২৯ ১০:৫০:১২
বিশ্বের বৃহত্তম বিমানবন্দর বানাচ্ছে দুবাই

প্রবাস ডেস্ক : বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর বানাতে চলেছে আরব আমিরাতের দুবাই।

আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন একটি টার্মিনাল নির্মাণের মধ্য দিয়ে শুরু হয়েছে এই কাজ।

সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম বিমানবন্দরের নতুন এই প্যাসেঞ্জার টার্মিনালের চূড়ান্ত নকশা অনুমোদন করেছেন।

আমিরাতের প্রধানমন্ত্রী জানান, টার্মিনালটি নির্মাণে ৩ হাজার ৪৮৫ কোটি ডলার ব্যয় হবে। এটি হবে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের চেয়ে পাঁচগুণ বড় আকারের।

রশিদ আল-মাকতুম বলেন, নির্মাণ শেষ হলে আল মাকতুম হবে ২৬ কোটি যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর। আমিরাতের প্রধানমন্ত্রী বলেন, দুবাই বিমানবন্দরে ৪০০টি টার্মিনাল গেট এবং ৫টি রানওয়েও থাকবে। যা বিশ্বের কোনো বিমান বন্দরে নেই।

স্থানীয় বৃহত্তর বিমান পরিবহন সংস্থা এমিরেটস এবং এর ছোট অংশীদার ফ্লাইদুবাই নতুন এই বিমাবন্দরে স্থানান্তরিত হবে।

শেয়ারনিউজ, ২৯ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে