ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

সৌদিতে নারীর পোশাক পরে গণপরিবহনে, গ্রেপ্তার যুবক

২০২৪ এপ্রিল ২৯ ১০:৪২:৪৫
সৌদিতে নারীর পোশাক পরে গণপরিবহনে, গ্রেপ্তার যুবক

প্রবাস ডেস্ক : সৌদি আরবে নারীর পোশাক পরে গণপরিবহনে চড়ায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার একটি ভিডিও ক্লিপ প্রকাশ্যে আসার পর তাকে গ্রেপ্তার করে রিয়াদ টহল পুলিশ।

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ রোববার (২৮ এপ্রিল) দেশটির জননিরাপত্তা মহা অধিদপ্তরের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হওয়ার পর জননিরাপত্তা অধিদপ্তর একটি বিবৃতি জারি করেছে। যুবকের বিরুদ্ধে প্রক্রিয়াগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

দেশটিতে বিপরীত লিঙ্গের পোশাক পরে জনসমক্ষে উপস্থিত হওয়ার জন্য তিন বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।

২০১৯ সালে, সৌদি কর্তৃপক্ষ পাবলিক ডেকোরাম কোড নামে একটি আইন প্রয়োগ করা শুরু করে। জনসাধারণের অসদাচরণকে আপত্তিকর বা বিপজ্জনক বলে গণ্য করা হলে এতে জরিমানা এবং কারাদণ্ডের মতো শাস্তি অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়াও, প্রবিধানে অনুপযুক্ত পোশাক পরা, জনসাধারণের মধ্যে অশালীন আচরণ এবং আবাসিক এলাকায় উচ্চস্বরে গান বাজানো নিষিদ্ধ করা হয়েছে। এসব অপরাধে ৫০ থেকে ৩ হাজার রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

শেয়ারনিউজ, ২৯ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে