ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

আমিরাতে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২০২৪ এপ্রিল ২৯ ০৬:০৯:৩২
আমিরাতে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রবাস ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে আয়োজন করা হয় বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুলে বণ্যাঢ্য এই আয়োজন করে আবুধাবির বাংলাদেশ দূতাবাস।

শনিবার (২৭ এপ্রিল) দিনভর বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন হাজারো প্রবাসী। বাহারি সাজে সেজে ওঠে বাংলাদেশ স্কুল প্রাঙ্গণ।

বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির মোড়কে মোড়ানো সাংস্কৃতিক আয়োজনে কিছু সময়ের জন্য মেতে উঠেন প্রবাসীরা।

মেলায় পিঠা পুলি, পান্তা ইলিশ, দেশীয় খাবার, বই, হস্তশিল্প ও জুয়েলারি মিলে প্রায় ১৫টি স্টল স্থান পায়।

এ ছাড়া লাল-সবুজ পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, জনতা ব্যাংকসহ বিভিন্ন এক্সচেঞ্জ হাউস এতে অংশ নেয়। তারা বৈধ মাধ্যমে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করে।

দুপুরের পর মেলায় মানুষজনের ভিড় বাড়ে। সন্ধ্যায় মেলার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এতে বিভিন্ন বয়সের প্রবাসীরা অংশ নেন। দিনব্যাপী বিভিন্ন পর্ব অনুষ্ঠিত হয়।

শেয়ারনিউজ, ২৯ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে