ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

আগামীকাল চট্টগ্রামের পথে রওয়ানা দেবে এমভি আবদুল্লাহ

২০২৪ এপ্রিল ২৭ ২৩:০৩:২০
আগামীকাল চট্টগ্রামের পথে রওয়ানা দেবে এমভি আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের পথে আগামীকাল (রোববার) রওয়ানা দেবে এমভি আবদুল্লাহ। সব ঠিক থাকলে মে মাসের দ্বিতীয় সপ্তাহে জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌছাবে। জাহাজে থাকা ২৩ নাবিক নিয়েই ফিরছে চএমভি আবদুল্লাহ।

এর আগে গত ২১ এপ্রিল দুবাই আল হারামিয়া বন্দরে পৌছেছিল এমভি আবদুল্লাহ। সেখানে ৫৫ হাজার টন কয়লা খালাস শেষ হবে আগামীকাল রবিবার সন্ধ্যায়।

এমভি আবদুল্লাহ চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেয়ার কথা জানিয়ে জাহাজটির মালিক প্রতিষ্ঠান কেএসআরএম’র প্রধান নির্বাহি মেহেরুল করিম বলেন, ‘জাহাজ থেকে সব কয়লা খালাস শেষ হয়েছে। আগামীকাল রোববার রাতে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করবো।’

জাহাজ থেকে দুই জন নাবিক নেমে যাওয়ার কথা থাকলেও তারা আসছে কিনা জানতে চাইলে মেহেরুল করিম বলেন, জাহাজের সব নাবিক একসাথেই আসছে।

উল্লেখ্য, গত ১৩ এপ্রিল ভোর ৩টায় সোমালিয়ান দস্যুদের কাছ থেকে মুক্তি পায় এমভি আবদুল্লাহ ও ২৩ নাবিক। দস্যুদের ৫ মিলিয়ন মার্কিন ডলার মুক্তিপণ হিসেবে দেয়া হয়েছে।

তিনটি ওয়াটার প্রুফ লাগেজে উড়োজাহাজের মাধ্যমে এগুলো পানিতে ফেলা হয়। ডলার গণনার পর নিশ্চিত হয়েই জাহাজ ছেড়ে যায় ৬৫ জন জলদস্যু।

গত ১২ মার্চ দুপুর দেড়টার দিকে সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে প্রায় ৬০০ নটিক্যাল মাইল দূরে ভারত মহাসাগর থেকে এমভি আবদুল্লাহর সেকেন্ড অফিসার মোজাহেদুল ইসলাম চৌধুরীকে প্রথম অস্ত্র ঠেকিয়েছিল সোমালিয়ান জলদস্যুরা।

জাহাজটি মোজাম্বিক থেকে ৫৫,০০০ টন কয়লা নিয়ে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিল। জাহাজটি ছিনতাইয়ের পর গারাকাদে সোমালিয়ার উত্তর-পূর্ব উপকূলে নোঙর করে।

এর আগে একই মালিক গ্রুপের মালিক এমভি জাহান মনিকে ২০১০ সালে একই গ্রুপের জলদস্যুরা জিম্মি করে। সেবার মুক্তিপণ পরিশোধ করে তাদের উদ্ধার করা হয়।

শেয়ারনিউজ, ২৭ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে