ঢাকা, বুধবার, ২০ আগস্ট ২০২৫
Sharenews24

যুক্তরাষ্ট্র গেলেন বিএনপি নেতা আমির খসরু

২০২৪ এপ্রিল ২৭ ০৬:০৯:২৮
যুক্তরাষ্ট্র গেলেন বিএনপি নেতা আমির খসরু

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র গেছেন। তার সঙ্গে রয়েছেন স্ত্রী তাহেরা আলমও।

শুক্রবার (২৬ এপ্রিল) রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানান, আমির খসরু মাহমুদ চৌধুরী শারীরিকভাবে অসুস্থ। চিকিৎসার জন্য স্ত্রীকে সঙ্গে নিয়ে আমেরিকার গিয়েছেন। চিকিৎসা শেষে তারা দেশে ফিরবেন।

এর আগে গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশ পণ্ড হওয়ার কয়েক দিন পর আমির খসরু মাহমুদ চৌধুরীকে ঢাকার বাসা থেকে গ্রেফতার করা হয়। দীর্ঘ তিন মাসের বেশি সময় কারাগারে ছিলেন তিনি। কারাগারে থাকার সময় থেকেই তিনি অসুস্থ ছিলেন।

শায়রুল কবির জানান, আমির খসরু মাহমুদ চৌধুরী শরীরের অন্তত ৮ কেজি ওজনও কমেছে। জামিনে মুক্ত হওয়ার পর তিনি একাধিকবার ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়েছেন। এবার উন্নত চিকিৎসা নিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন।

শেয়ারনিউজ, ২৭ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে