ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে চায় কিরগিজস্তান

২০২৪ এপ্রিল ২৪ ১৪:১৩:৪০
বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে চায় কিরগিজস্তান

প্রবাস ডেস্ক: মধ্য এশিয়ার মুসলিম অধ্যুষিত দেশ কিরগিজ রিপাবলিক বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়ে আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কও জোরদার করতে চায় দেশটি।

সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ ভবনে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান ঢাকা সফররত কিরগিজ রিপাবলিকের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী আভাজবেক আতাখানভ।

সালমান এফ রহমান বলেন, তৈরি পোশাক শিল্প, শিক্ষাসহ নানা খাতে দুই দেশের সহযোগিতা বৃদ্ধির সুযোগ আছে। দুই দেশই এসব সুযোগ কাজে লাগাতে চায়।

এ ছাড়া কৃষি ও প্রযুক্তি খাতেও কাজ করতে পারে দুই দেশ।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলেন, দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির অনেক সুযোগ রয়েছে।

শেয়ারনিউজ, ২৪ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে