ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

সনদ জালিয়াতিকাণ্ডে কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যান ওএসডি

২০২৪ এপ্রিল ২২ ০৯:০৬:০৮
সনদ জালিয়াতিকাণ্ডে কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যান ওএসডি

নিজস্ব প্রতিবেদক : সার্টিফিকেট জালিয়াতির ঘটনায় কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবরকে ওএসডি করা হয়েছে। তার জায়গায় বোর্ডের পরিচালক অধ্যাপক মামুন উল হককে দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার (২১ এপ্রিল) এ সিদ্ধান্ত হয়।

সোমবার (২২ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে বলে জানা গেছে। এ ঘটনায় কারিগরি বোর্ডের সচিবও নজরদারিতে আছেন।

এর আগে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের সার্টিফিকেট ও মার্কশিট ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বোর্ডের চেয়ারম্যানের আলী আকবরের স্ত্রী সেহেলা পারভীনকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।

তিনি জানান, চেয়ারম্যানের স্ত্রী স্বীকার করেছেন তিনি আগেই গ্রেপ্তার সিস্টেম এনালিস্টের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছেন।

গত ১ এপ্রিল সনদ জালিয়াতির অভিযোগে বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট একেএম শামসুজ্জামান ও তাঁর সহযোগী ফয়সাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

ডিবি বলছে, প্রকৌশলী একেএম শামসুজ্জামান কারিগরি শিক্ষা বোর্ড থেকে চুরি করেন হাজার হাজার আসল সার্টিফিকেট ও মার্কশিটের ব্লাঙ্ক কপি। পড়ালেখা ছাড়াই পাঁচ হাজার লোকের হাতে টাকার বিনিময়ে তুলে দেন আসল সার্টিফিকেট। আর ঘরে বসেই শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে সেসব সার্টিফিকেট আপলোড করতেন তিনি।

ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বলেন, সেহেলা পারভীন জড়িত থাকায় তার স্বামী কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যান আলী আকবরকেও জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে ডাকা হবে। তিনি জড়িত থাকলে তাঁকেও গ্রেপ্তার করা হবে।

শেয়ারনিউজ, ২২ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে