ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

নির্দেশ না মেনে নির্বাচনে প্রার্থী হওয়াদের তালিকা হচ্ছে: কাদের

২০২৪ এপ্রিল ২০ ১৭:৩০:৩৪
নির্দেশ না মেনে নির্বাচনে প্রার্থী হওয়াদের তালিকা হচ্ছে: কাদের

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্দেশ না মেনে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়া সংসদ সদস্য ও মন্ত্রীদের স্বজনদের তালিকা হচ্ছে।

শনিবার (২০ এপ্রিল) সকালে ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, গত ১৫ বছরে সরকারের ধারাবাহিকতায় কেউ অবৈধ ও অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের সুযোগ পায়নি। এ কারণে সঠিকভাবে নির্দেশ না মেনে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়া সংসদ সদস্য ও মন্ত্রীদের স্বজনদের তালিকা হচ্ছে।

উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সিদ্ধান্তের কারণে জনগণ খুশি হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, জনগণের দল হিসেবে বিএনপি গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে। এ অবস্থায় তারা জনগণের কাছে না গিয়ে বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে। এটা তাদের পুরোনো কৌশল। আগামী পাঁচ বছরের আগে আর নির্বাচনের সুযোগ নেই, তাই বিএনপি ক্ষমতা দখলের সুযোগ নিতে বিদেশিদের কাছে যাচ্ছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে দেশে উন্নয়ন হয়েছে। বিদেশে দেশের সম্মান উচ্চতায় নিয়ে গেছে।

শেয়ারনিউজ, ২০ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে