ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

ওমানে বন্যায় ডুবে বাংলাদেশির মৃত্যু

২০২৪ এপ্রিল ১৮ ১০:৪৯:১৯
ওমানে বন্যায় ডুবে বাংলাদেশির মৃত্যু

প্রবাস ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ভারী বর্ষণে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১২ জন স্কুল ছাত্র। এছাড়া অতিবৃষ্টি ও এর ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সারাদেশ।

এই বন্যায় নিহতদের মধ্যে একজন বাংলাদেশি আছেন বলেও জানা গেছে। জাকির হোসেন নামে ওই প্রবাসী বন্যার পানিতে ভেসে যাওয়ার পর একটি গাছের সাথে আটকে ছিলেন। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা ।

মঙ্গলবার (১৬ এপ্রিল) ঘোষিত মৃতের সংখ্যার মধ্যে অন্তত নয়জন স্কুলছাত্রী এবং তাদের ড্রাইভার রয়েছে। মূলত তাদেরকে বহনকারী গাড়িটি গত রোববার সামাদ আ’শানে বন্যার পানিতে ভেসে যায়।

দেশটির ন্যাশনাল কমিটি ফর ইমার্জেন্সি ম্যানেজমেন্ট জানিয়েছে, উদ্ধারকারী দল এখনও নিখোঁজ কয়েকজন ব্যক্তিকে খুঁজছে।

বন্যা পরিস্থিতি খারাপ হওয়ার পর ওমানের বিভিন্ন অঞ্চলের অন্তত ১৮ টি আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে, যেখানে ৩২২ জন প্রবাসীসহ প্রায় ১ হাজার ৪ শ মানুষ আশ্রয় নিয়েছেন।

শেয়ারনিউজ, ১৮ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে