ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

গানে গানে কানাডার ক্যালগেরি মাতালেন অঞ্জন দত্ত

২০২৪ এপ্রিল ১৬ ১২:২৬:০৫
গানে গানে  কানাডার ক্যালগেরি মাতালেন অঞ্জন দত্ত

প্রবাস ডেস্ক : ভারতীয় উপমহাদেশের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী অঞ্জন দত্ত কানাডার ক্যালগারিতে এসে মাতালেন স্থানীয় দর্শকদের।

বাংলা নববর্ষের প্রথম দিন সন্ধ্যায় ক্যালগারির পোলিশ কানাডিয়ান কালচারাল সেন্টারে গল্প ও গানের মধ্য দিয়ে দর্শকদের পুরনো দিনে ফিরিয়ে নিয়ে যান প্রবাসীরা।

অঞ্জন দত্ত জানিয়েছেন, ক্যালগেরিতে এটি তার প্রথম সফর। ‘মিক্সটেপ’র আয়োজনে ‘অঞ্জন দত্ত লাইভ ইন ক্যালগেরি’ শীর্ষক অনুষ্ঠানে তার বিখ্যাত গানগুলো শুনে নস্টালজিক হয়ে যায় প্রবাসীদের হৃদয়।

অন্যদিকে, অঞ্জন দত্ত ক্যালগেরির কোলাহল এবং দর্শকদের দ্বারা মুগ্ধ। তিনি ক্যালগেরিয়ানদের বলেছিলেন, আমি আপনার দ্বারা প্রভাবিত। আমার দর্শকদের প্রায় অর্ধেকই বাংলাদেশি। গানের ভালোবাসা থেকেই হয়তো তোমার ভালোবাসা পেয়েছি।

এরপর কণ্ঠে তুলে নেন ‘শুনতে কী পাও’। পরে একে একে শোনাতে থাকেন ‘তুমি না থাকলে’, ‘ম্যারি এ্যান’, ‘রঞ্জনা আমি আর আসব না’, ‘আমি আসব ফিরে’, ‘বসে আছি স্টেশনে’র মতো জনপ্রিয় সব গান।

প্রায় দুই ঘণ্টা দর্শকদের মাতিয়ে রেখে শেষ করেন ‘বেলা বোস’ গান দিয়ে। তার সঙ্গে কণ্ঠ মেলান ক্যালগেরির দর্শকরা। ভিন্ন ধরনের পরিবেশে পুরো অডিটোরিয়াম যেন পরিণত হয় একখণ্ড বাংলাদেশে।

বিকেল থেকেই অনুষ্ঠানস্থলে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে। গভীর রাত পর্যন্ত তরুণ-তরুণীরা নাচ-গান করে। আয়োজকদের সুনিপুণ ব্যবস্থাপনায় সম্পূর্ণ অনুষ্ঠানটি কোনো বাধা ছাড়াই সম্পন্ন হয়।

এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আয়োজক মিক্সটেপের মোহাম্মদ খান, সাইফুল আজিমসহ অনুষ্ঠানের বিভিন্ন পৃষ্ঠপোষক ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

শেয়ারবাজার, ১৬ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে