ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

ব্রেক্সিটের নতুন ধারার কারণে কর্মী হারাচ্ছে লন্ডনের রেস্তোরাঁ

২০২৪ এপ্রিল ১৬ ১০:৫৮:০৩
ব্রেক্সিটের নতুন ধারার কারণে কর্মী হারাচ্ছে লন্ডনের রেস্তোরাঁ

প্রবাস ডেস্ক : সম্প্রতি যুক্তরাজ্যের ব্রেক্সিট নীতিতে কিছু নতুন ধারা যুক্ত করা হয়েছে।

সে অনুযায়ী স্কিলড ওয়ার্ক ভিসার অধীনে ন্যূনতম বেতনের পরিসর বাড়ানো হয়েছে।কর্মীদের ন্যূনতম বেতন ২৬ হাজার পাউন্ড থেকে বাড়িয়ে ৩৮ হাজার ৭০০ পাউন্ড ধরা হয়েছে, যা লন্ডনের অনেক রেস্তোরাঁয় কাজ করা কর্মীদের উপার্জনের তুলনায় অনেক বেশি।

কর্মসংস্থানবিষয়ক ওয়েবসাইট গ্লাসডোর অনুসারে, ২০২৪ সালে লন্ডনের কর্মীদের গড় মজুরি ২৮ হাজার পাউন্ড, যা নতুন নীতিতে উল্লিখিত মজুরির চেয়ে অনেক কম।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ইমানুয়েলা রেকিয়া প্রায় এক দশক ধরে লন্ডনে বসবাস করছেন। অনেক কম বয়সে ইতালির নেপলস শহর ছেড়ে যুক্তরাজ্যে আসেন তিনি।

২৭ বছর বয়সী বলেছিলেন যে যুক্তরাজ্যের আতিথেয়তা শিল্পে হাজার হাজার ইতালীয় কাজ করছে। অন্য সবার মতো, তিনি মনে করেন ব্রেক্সিট-পরবর্তী নিয়মের সর্বশেষ রাউন্ডে দেশে ফিরে যাওয়া ছাড়া আর কোন বিকল্প নেই।

গত সপ্তাহে ইতালীয় গণমাধ্যম জানিয়েছে, নতুন নিয়মের কারণে অনেক ভিসা আবেদনকারী ওয়েটার হিসেবে লন্ডনে আসতে পারবেন না।

শেয়ারবাজার, ১৬ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে