ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

সিডনিতে ‘রঙিলা বৈশাখ’ উদযাপন

২০২৪ এপ্রিল ১৫ ২০:০৭:৪৯
সিডনিতে ‘রঙিলা বৈশাখ’ উদযাপন

নিজস্ব প্রতিবেদক : সিডনির ইঙ্গেল্বার্নে প্রত্যাশা’স ওয়ার্ল্ডের সার্বিক তত্ত্বাবধানে রঙিলা বৈশাখ চতুর্থবারের মতো বাংলা বর্ষবরণের আয়োজন করেছে।

আগামী ২৭ এপ্রিল বড় পরিসরে বৈশাখ উদযাপনকে সামনে রেখে ছোট্ট পরিসরের এই আয়োজন রোববার দুপুর একটায় সমবেত কণ্ঠে ‘এসো হে বৈশাখ এসো এসো’ গান দিয়ে শুরু হয়।

রাসেল ইকবাল ও প্রত্যাশা ইকবালের সার্বিক তত্ত্বাবধানে মঞ্চে মিঠু স্বপ্নসহ সিডনির কণ্ঠ শিল্পীরা বৈশাখ ও দেশের গান পরিবেশন করেন।

গ্রাম বাংলার ঐতিহ্য ঢেঁকি, পালকি, লুঙ্গি, গামছা, মুরগির খোয়ার, টং দোকান, মাটির বাসন পেয়ালাসহ বৈশাখের ব্যানার ও ফেস্টুন দিয়ে সাজানো এই আয়োজ।

অতিথিদের জন্য ছিল অনুষ্ঠানস্থলে মাটির চুলায় ও মাটির হাঁড়িতে রান্না করা গরম গরম ইলিশ ভাজা, পিঠা-পুলি, ঝাল মুড়ি, চটপটি, ঘুগনি, হরেক রকমের ভর্তা, শুঁটকি, মাছ, মাংস ও চাসহ ঐতিহ্যবাহী পান্তা ভাত।

আয়োজক কমিটির পক্ষে রাসেল ইকবাল ও প্রত্যাশা ইকবাল স্বতঃস্ফূর্ত সহযোগিতার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

২৭ এপ্রিল (শনিবার) ইঙ্গেলবার্নের গ্রেগ পার্সিভাল কমিউনিটি সেন্টারে এক্সপেক্টেশনস ওয়ার্ল্ড আয়োজিত রঙ্গিলা বৈশাখে সবাইকে আমন্ত্রণ জানিয়ে বাংলা নববর্ষের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ারবাজার, ১৫ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে