ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
Sharenews24

যেভাবে মুক্তিপণের অর্থ পেল জলদস্যুরা

২০২৪ এপ্রিল ১৪ ১০:৩৪:৫৫
যেভাবে মুক্তিপণের অর্থ পেল জলদস্যুরা

নিজস্ব প্রতিবেদক : সোমালিয়ার উপকূলে জিম্মি ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ৩২ দিন পর মুক্তি পেয়েছে। জানা যায়, রোববার (১৪ এপ্রিল) রাত ৩টা ৮ মিনিট জাহাজটি থেকে দস্যুরা নেমে যায়।

জাহাজের এক নাবিক তাঁর পরিবারের সদস্যদের জানিয়েছেন, ছোট উড়োজাহাজ থেকে জাহাজের পাশে ডলারভর্তি ব্যাগ ফেলা হয়। জাহাজের পাশে আগে থেকেই স্পিডবোটে করে অপেক্ষায় ছিল দস্যুরা। ডলার ভর্তি ব্যাগ পানি থেকে সংগ্রহ করে দস্যুরা। এরপর প্রায় আট ঘণ্টা পর গভীর রাতে দস্যুরা জাহাজটি ছেড়ে যায়।

মুক্তিপণের অর্থ শনিবার (১৩ এপ্রিল) বিকেলে বুঝে পেলেও দস্যুরা জাহাজ থেকে নেমে যায়নি।

ধারণা করা হচ্ছে, জলে-স্থলে নজরদারি এড়াতেই দস্যুরা জাহাজ থেকে নেমে যায় গভীর রাতে। মুক্তিপণের অর্থ পরিশোধের সময় জিম্মি জাহাজটির অদূরে ছিল ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর যুদ্ধজাহাজ। স্থলভাগে ছিল সোমালিয়ার পান্টল্যান্ড পুলিশের টহল।

এমভি আবদুল্লাহর মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রবিবার রাত সাড়ে ৩টায় জাহাজটি মুক্ত হওয়ার খবর দেন। যুদ্ধ জাহাজের পাহারায় জাহাজটি সোমালিয়া উপকূল ত্যাগ করার কথা জানান।

শেয়ারনিউজ, ১৪ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে