ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

জিম্মিসহ মুক্তি পেল বাংলাদেশী জাহাজ এমভি আব্দুল্লাহ

২০২৪ এপ্রিল ১৪ ০৫:৫৭:৩০
জিম্মিসহ মুক্তি পেল বাংলাদেশী জাহাজ এমভি আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক : সোমালি জলদস্যুদের হাতে জিম্মি থাকার এক মাস দুই দিন পর ২৩ জন নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে ছেড়ে দেওয়া হয়।

শনিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় জাহাজটির মালিক কেএসআরএম গ্রুপ বিষয়টি নিশ্চিত করেছেন।

মুক্তিপণ পাওয়ার পর সোমালিয়ান দস্যুরা সবাই জাহাজ হতে নেমে পড়ার পর জাহাজটি দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে।

কেএসআরএম গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান বলেন, সমঝোতার পর নাবিকসহ জাহাজটি ছেড়ে দিয়েছে সোমালিয়ান দস্যুরা। নাবিকরা সবাই ভালো আছেন।

তিনি জানান, চারপাশে একাধিক আন্তর্জাতিক যুদ্ধজাহাজ ঘিরে দুবাইয়ের উদ্দেশে রওনা হয়েছে জাহাজটি। জিম্মি হওয়ার পর থেকেই আমাদের প্রথম ও প্রধান চাওয়া ছিল কত দ্রুত নিরাপদে আমাদের নাবিকদের বাংলাদেশে ফিরিয়ে আনা যায়।

আমাদের পরিকল্পনা ও পদক্ষেপ সেভাবেই পরিচালিত হয়েছে বলে তিনি জানান।

জাহাজটি সোমালিয়ার দস্যুরা জিম্মি করেছিল গত ১২ মার্চ। এই হিসেবে নাবিকদের জিম্মিদশার এক মাস৩ দিন ছিল আজ।

শেয়ারনিউজ, ১৪ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে