ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

সিঙ্গাপুরকে নাড়িয়ে দিয়েছে দুই বিলিয়ন ডলার কালো টাকার মামলা

২০২৪ এপ্রিল ১৩ ১৬:৪০:৪৪
সিঙ্গাপুরকে নাড়িয়ে দিয়েছে দুই বিলিয়ন ডলার কালো টাকার মামলা

প্রবাস ডেস্ক : সিঙ্গাপুরের একটি আদালত স্পর্শকাতর এক মামলার রায়ে ১০ চীনা নাগরিককে বিদেশে অপরাধ কার্যক্রম করে দুই দশমিক দুই বিলিয়ন ডলার বা ২২০ কোটি ডলার আয়ের দায়ে অভিযুক্ত করা হয়েছে।

এই কেলেঙ্কারিতে জড়িত হয়ে পড়েছিল সিঙ্গাপুরের কয়েকটি ব্যাংক, প্রপার্টি অ্যাজেন্ট, দামী লৌহ ব্যবসায়ী এবং শীর্ষস্থানীয় একটি গলফ ক্লাব।

মামলার সূত্র ধরে বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে পুলিশ শত কোটি নগদ টাকা ও সম্পদ জব্দ করেছিল। যার রোমাঞ্চকর বিবরণ সিঙ্গাপুরের মানুষকে দারুণভাবে আকৃষ্ট করেছে।

জব্দ তালিকায় আছে ১৫২টি প্রপার্টিজ (জমি বা ফ্লাটের মতো সম্পদ), ৬২টি গাড়ি, বিলাসবহুল ব্যাগ ও ঘড়ি, শত শত স্বর্ণালঙ্কার এবং কয়েক হাজার বোতল মদ।

চলতি মাসের শুরুতে সু ওয়েন জিয়াং এবং সু হাইজিন এই মামলায় প্রথম জেল বা কারাদণ্ড পান।

মামলাটি নিষ্পত্তির চূড়ান্ত পর্যায়ে আছে এবং এই ধরনের মামলার ক্ষেত্রে সিঙ্গাপুরে এটাই সবচেয়ে বড় মামলা, যা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে।

মামলার প্রসিকিউটররা বলেন, সিঙ্গাপুরে বিলাসবহুল জীবনযাপনের জন্য যে অর্থ ব্যয় করা হয়েছে তা এসেছে বিদেশের অবৈধ উৎস থেকে, যেমন- কেলেঙ্কারি ও অনলাইন জুয়া।

তাদের কারো কারো কাছে কম্বোডিয়া, ভানুয়াতু, সাইপ্রাস এবং ডোমিনিকা থেকে একাধিক পাসপোর্ট ছিল। কিন্তু তারা কিভাবে বছরের পর বছর ধরে সিঙ্গাপুরে কোন প্রকার যাচাই-বাছাই ছাড়াই বসবাস ও ব্যাংকিং করেছে?

এখন আলোচনায় আসছে নীতি পর্যালোচনার প্রসঙ্গ। বিশেষ করে যারা একাধিক পাসপোর্ট ব্যবহার করেন তাদের জন্য বিশেষ করে ব্যাঙ্কের বিধি-বিধান কঠোর করার বিষয়ে।

গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মামলায় যে বিষয়টির ওপর দৃষ্টি পড়েছে তা হলো অবৈধ আয়ের গন্তব্য দেশে পরিণত না হয়েও ব্যাপক ধনী ব্যক্তিদের স্বাগত জানানো নিয়ে দেশটির চেষ্টা। সূত্র : বিবিসি

শেয়ারনিউজ, ১৩ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে