ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

অপ্রাপ্তি নিয়ে কানাডায় প্রবাসীদের ঈদ উদযাপন

২০২৪ এপ্রিল ১৩ ১৬:৩৪:১৩
অপ্রাপ্তি নিয়ে কানাডায় প্রবাসীদের ঈদ উদযাপন

প্রবাস ডেস্ক : এবারের ঈদ কাজের দিনে হওয়ায় প্রবাসীরা ভোরে নতুন জামাকাপড় পরে ঈদের নামাজ পড়তে বের হন। তারপর শুরু হয় পুরো দিনের কাজ। প্রিয়জনদের সাথে মাঝে মাঝে শুভেচ্ছা বিনিময়।

সারাদিনের কাজ শেষে সন্ধ্যায় প্রবাসী বাঙালিরা একে অপরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও সমবেদনা জানাতে তাদের পরিবারের সঙ্গে মিলিত হয়। বন্ধুত্বপূর্ণ পরিবেশে, সবাই একত্রিত হয় এবং বিভিন্ন গল্প এবং আড্ডা উপভোগ করে।

আলাপচারিতায় ঈদের আনন্দ উঠে আসে, মনে করিয়ে দেয় দেশের বিগত দিনগুলোর কথা। চলে ঈদ উপলক্ষে নানা মুখরোচক খাবার ও আড্ডা। ঘরে তৈরি বিরিয়ানি, পোলাও, কোরমা, মাংসের চপ, রোস্ট, জর্দা এবং গৃহিণীদের তৈরি দই সহ বিভিন্ন ধরণের সুস্বাদু খাবার।

এই বিশেষ দিনে প্রতি মুহূর্তে মনে পড়ে দেশের স্মৃতি, চেনা মুখ দেখতে না পাওয়ার বেদনা। অনেকে দেশে তাদের আত্মীয়দের সাথে যোগাযোগ করার জন্য কার্যত সংযুক্ত রয়েছে। এই কথোপকথনে কয়েকজনের চোখ জ্বলে উঠল। দেশে একসঙ্গে ঈদ করতে না পারার আক্ষেপ অশ্রুসিক্ত চোখে।

এবিএম কলেজের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ড. মো. বাতেন বললেন, বাংলাদেশের মতো এখানে ঈদ উদযাপন হয় না। প্রবাসে আমরা প্রবাসী বাঙালিরা একে অপরের বাড়িতে যাই, শুভেচ্ছা বিনিময় করি। দেশের সেই সময়ের স্মৃতি লালন করি। আমাদের নতুন প্রজন্মের অনেকেই আমাদের সময়ের সেই ঈদের আনন্দ বুঝবে না। সবাইকে ঈদের শুভেচ্ছা।

কানাডার টরন্টোতে অ্যাকশন হোন্ডার সেলস ম্যানেজার আজগর আলী তালুকদার বলেন, সবই আছে, শুধু সময় নেই। ঈদের দিন বাংলাদেশে আমার আত্মীয়-স্বজন বন্ধুদের সঙ্গে ফোনে কথা বলি। এখানেই শেষ. আপনি চান বলেই সবকিছু ঘটে না। তবে পরিবারের সঙ্গে ঈদ উপভোগ করি।

বিশিষ্ট সঙ্গীত শিল্পী সোহাগ হাসান বলেন, ঈদ উদযাপনের মধ্য দিয়ে কানাডায় বাংলাদেশিরা নিজেদের ভিন্নভাবে উপস্থাপনের সুযোগ পেয়েছে। ঈদ এখন ধর্মীয় তাৎপর্যপূর্ণ উৎসবে পরিণত হয়েছে। দেশে আমার স্বজনদের খুব মিস করি।

নৃত্যশিল্পী ও নাট্যকর্মী মৌ ইসলাম বলেন, আমাদের নতুন প্রজন্মের অনেকেই আমাদের সময়কার সেই ঈদের আনন্দ বুঝতেই পারবে না। সবাইকে ঈদের শুভেচ্ছা।

শেয়ারনিউজ, ১৩ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে