ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

মধ্যপ্রাচ্যকে সংযম প্রদর্শনের আহ্বান জানালো যুক্তরাজ্য

২০২৪ এপ্রিল ১৩ ০৮:৫৫:২৭
মধ্যপ্রাচ্যকে সংযম প্রদর্শনের আহ্বান জানালো যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া ও জার্মানির পর এবার মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন। বৃহস্পতিবার (১১ এপ্রিল) এই আহ্বান জানিয়েছেন তিনি।

সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে সন্দেহভাজন ইসরায়েলি বিমান হামলার পর ইসরায়েলে ইরানের পাল্টা হুমকি ও ইসরায়েলের সব নিরাপত্তা প্রস্তুতির ঘোষণায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়েছে। খবর রয়টার্সের।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ানকে স্পষ্ট করে বলেছেন যে, ইরানের উচিত হবে না মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাত শুরু করা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ক্যামেরন লিখেছেন, আরও সহিংসতার দিকে নিয়ে যেতে পারে এমন ভুল বুঝাবুঝি নিয়ে আমি গভীর উদ্বিগ্ন।

এর আগে বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে রাশিয়া ও জার্মানি।

চলতি মাসের শুরুতে সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনস্যুলেট ভবনে সন্দেহভাজন ইসরায়েলি হামলায় ইরানের সাত সামরিক কর্মকর্তা নিহত হন। এদের মধ্যে একজন শীর্ষস্থানীয় কমান্ডার ছিলেন।

তেহরান এই হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। এই ঘটনাকে ঘিরে গাজা যুদ্ধে এমনিতেই উত্তেজনায় থাকা মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তৃতির শঙ্কা দেখা দিয়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন তুরস্ক, চীন ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। মন্ত্রীদের সঙ্গে ফোনালাপে তিনি স্পষ্ট করেছেন যে, উত্তেজনা বৃদ্ধি কারও স্বার্থের পক্ষে যাবে না। তিনি তাদের বলেছেন ইরানকে উত্তেজনা বৃদ্ধি না করার আহ্বান জানাতে।

বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েলে বড় হামলার হুমকি দিয়েছে ইসরায়েল। তিনি নেতানিয়াহুকে বলেছেন, ইরান ও দেশটির প্রক্সিদের এই হুমকির বিরুদ্ধে ইসরায়েল নিরাপত্তার প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি লৌহদৃঢ়।

এক মার্কিন কর্মকর্তা বৃহস্পতিবার শেষ রাতের দিকে বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে ইরানি হামলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। তবে হামলাটি এমন বড় কিছু হবে না যাতে করে ওয়াশিংটনের যুদ্ধে লিপ্ত হওয়া লাগবে।

গাজায় ইসরায়েলি যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। লেবানন, ইয়েমেন ও ইরাকের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলো ফিলিস্তিনিদের সমর্থনে হামলা চালাচ্ছে। যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘাত এড়িয়ে আসছে তেহরান। তবে এসব গোষ্ঠীগুলোকে সহযোগিতা দিয়ে আসছে দেশটি।

এর আগে বৃহস্পতিবার মার্কিন সেনাবাহিনী বলেছে, ইয়েমেনের ইরানপন্থি হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকা থেকে নিক্ষেপ করা একটি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। যুক্তরাষ্ট্র বা জোট কিংবা বাণিজ্যিক নৌযানের কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইরানি সূত্র জানিয়েছে, ইরান ওয়াশিংটনকে ইঙ্গিত দিয়েছে, তারা ইসরায়েলি হামলার জবাব এমনভাবে দেবে যার লক্ষ্য থাকবে বড় ধরনের উত্তেজনা এড়ানো এবং কোনও তাড়াহুড়ো করবে না।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে বলেছেন, ইরানের যে কোনও আক্রমণের সরাসরি জবাব দেবে ইসরায়েল।

শেয়ারনিউজ, ১৩ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে