ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

কুয়েতের মসজিদে ঈদের নামাজে বাংলায় খুতবা শুনল প্রবাসীরা

২০২৪ এপ্রিল ১২ ১১:৩৯:৩৬
কুয়েতের মসজিদে ঈদের নামাজে বাংলায় খুতবা শুনল প্রবাসীরা

প্রবাস ডেস্ক : এক মাস সিয়াম সাধনার পর উৎসাহ-উদ্দীপনা ও মধ্য দিয়ে কুয়েতে ঈদুল ফিতর উৎযাপন করা হয়। এবার কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ঈদুল ফিতরের নামাজে বাংলায় খুতবা শুনেছেন।

বুধবার (১০ এপ্রিল) কুয়েতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। দেশটির সব মসজিদে ভোর ৫টা ৪৩ মিনিটে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ অধ্যুষিত এলাকার জিলিব আল শুয়েখ, ফরওয়ানিয়া, কুয়েত সিটিসহ ১৪টি জায়গায় এই খুতবা পাঠ করা হয়। ঈদের নামাজ-পরবর্তী এসব খুতবা পাঠ করেন ১৪ জন বাংলাদেশি খতিব।

এর আগে কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের সদস্য ও খতিব মাওলানা হাবিবুর রহমান জানিয়েছিলেন, ১৪টি মসজিদে বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের তত্ত্বাবধানে বাংলা খুতবা শোনানো হবে।

তালিকায় ছিল- হাসাবিয়া, ফরওয়ানিয়া, কুয়েত সিটি, মাহবুল্লাহ, কাবাদ, আমগারা, জাহরা, আব্দালি, রুমাইছিয়া, সুলাইবিয়া, সালমি রোডের মসজিদ।

প্রতিবারের মতো কুয়েতে এবারও বাংলা খুতবার ব্যবস্থা করা হয়েছে জানতে পেরে খুশিও হয়েছেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা।

ঈদের নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ারনিউজ, ১২ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে