ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

কারাগারে ‍ঈদের ‍উৎসব: ‍বিশেষ ‍খাবারের ‍মেনু

২০২৪ এপ্রিল ১১ ১৭:০৪:১৯
কারাগারে ‍ঈদের ‍উৎসব: ‍বিশেষ ‍খাবারের ‍মেনু

নিজস্ব প্রতিবেদক : বছরের অন্য সময়ের তুলনায় ঈদের সময়ে কারাগারে বন্দিদের ভিন্ন খাবার খাওয়ানো হয়। যেহেতু ঈদ বলে কথা। অনেকের মনেই প্রশ্ন জাগে কারাগারে বন্দিদের ঈদে কি খাওয়ানো হয়?

বন্দিজীবনে তাদের আনন্দ দিতে প্রতিবছরই নানা আয়োজন করে ঢাকা কেন্দ্রীয় কারাগার। বরাবরের মতো এবারও তার ব্যত্যয় ঘটেনি।

জানা গেছে, কারাবন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। ঈদের দিন সকালে মুড়ি, পায়েস খেয়ে তারা ঈদের জামাতে অংশগ্রহণ করেন।

দুপুরের খাবারে যা ছিল

দুপুরে খাবারের মেনুতে বন্দিদের জন্য কয়েক পদের খাবারের ব্যবস্থা করা হয়েছিল। দুপুরে তারা পোলাও, গরুর মাংস/খাসির মাংস খাবেন। এছাড়া কোমল পানীয় ও পান সুপারির ব্যবস্থাও ছিল তাদের জন্য।

রাতের খাবারে যা থাকবে

রাতে খাবারের মেনুতে বন্দিদের জন্য সাদা ভাত, আলুর দম, ডিম সাথে কাগজি লেবু ও শসা রয়েছে।

কারা সুত্রে জানা যায়, সাড়ে ৮ হাজার বন্দির হিসাব করে এবার ঈদে বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। প্রত্যেক বন্দিকে দেওয়া হবে ৩০০ গ্রাম গরুর মাংস। সাধারণ দিনের চাইতে ঈদের দিন মাংসের পরিমাণ বেশি দেওয়া হচ্ছে।

শেয়ারনিউজ, ১১ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে