ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

খোলা আকাশের নিচে

পর্তুগালে ইউরোপের বৃহৎ ঈদের জামাত

২০২৪ এপ্রিল ১১ ১৩:৫০:৫২
পর্তুগালে ইউরোপের বৃহৎ ঈদের জামাত

প্রবাস ডেস্ক : পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের ব্যবস্থপনায় ঈদুল ফিতর উদযাপন করেছেন প্রবাসী এবং দেশটিতে বসবাসরত স্থানীয় মানুষ। গতকাল বুধবার (১০ এপ্রিল) সকাল আটটায় পর্তুগালের রাজধানী লিসবনের মারতিম মুনিজ পার্কে খোলা আকাশের নিচে ইউরোপের অন্যতম বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

দেশটিতে অনুষ্ঠিত হওয়া এই জামাতে বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেন। একইসঙ্গে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর পর্তোতে শহরের প্রাণকেন্দ্রে খোলা আকাশের নিচে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।

ঈদ জামাত আয়োজক কমিটির বাংলাদেশ ইসলামিক সেন্টার বাইতুল মোকাররম জামে মসজিদের সভাপতি রানা তসলিম উদ্দিন এবং মার্তিম মুনিজ জামে মসজিদের সেক্রেটারি মোহাম্মদ সাজেদুল আলম বলেন, প্রতি বছরের মতো খোলা আকাশে ঈদের জামাতে পড়ার সুযোগ করে দেওয়ার জন্য স্থানীয় কর্তৃপক্ষ তথা পর্তুগাল সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ।

এছাড়া শান্তিপূর্ণভাবে প্রবাসী বাংলাদেশি সহকারী বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিরা এই জামাতে সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করে। এই আয়োজনটি সার্থক করার জন্য সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।

নামাজ শেষে মার্তিম মুনিজ জামে মসজিদের ইমাম মাওলানা আলাউদ্দিন মোনাজাত পরিচালনা করেন। এতে পর্তুগাল, বাংলাদেশ এবং বিশ্বের সকল মানুষের শান্তির জন্য দোয়া কামনা করা হয়।

শেয়ারনিউজ, ১১ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে