ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

ঈদুল ফিতর উদযাপন করলো গ্রিসের প্রবাসীরা

২০২৪ এপ্রিল ১১ ১৩:১৯:০৪
ঈদুল ফিতর উদযাপন করলো গ্রিসের প্রবাসীরা

প্রবাস ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন ইউরোপের দেশ গ্রিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মুসলমানরা। বুধবার (১০ এপ্রিল) প্রবাসী বাংলাদেশিসহ মুসলিম ধর্মাবলম্বীরা গ্রিসের রাজধানী এথেন্সের বোটানিতে সরকার অনুমোদিত ঈদগাহে গিয়ে জামাতের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন।

পাশাপাশি আবু হুরায়রা মসজিদ, দারুল ইসলাম জামে মসজিদ, আল জব্বার মসজিদ, আল ফালাহ মসজিদসহ বিভিন্ন মসজিদে ৪ থেকে ৫ ধাপে জামাতে নামাজ আদায় করেছেন মুসলিম ধর্মাবলম্বীরা।

এথেন্স সরকারি জামে মসজিদ ও মাঠে বিভিন্ন দেশের নারী ও কিশোরী মুসলিম প্রবাসীরা একত্রিত হয়ে প্রাণবন্তভাবে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। সেখানে বড় পরিসরে মসজিদের ভেতরে এবং বাইরে পুরুষ, মহিলা ও শিশুদের জন্য আলাদা আলাদাভাবে নামাজ আদায়ের ব্যবস্থা ছিল। ঘণ্টার ব্যবধানে পর পর কয়েকটি জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের এই আনন্দ সবাই ভাগাভাগি করে নিতে বাংলাদেশ কমিউনিটি ও বিভিন্ন সংগঠনের নেতারা জামাতে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন এবং নামাজ শেষে উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

শেয়ারনিউজ, ১১ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে