ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

কাশ্মীর নিয়ে পাকিস্তানকে যে পরামর্শ দিলেন সৌদি যুবরাজ

২০২৪ এপ্রিল ১১ ১৩:১২:৫১
কাশ্মীর নিয়ে পাকিস্তানকে যে পরামর্শ দিলেন সৌদি যুবরাজ

আন্তর্জাতিক ডেস্ক : অনেক আগে থেকেই জম্মু ও কাশ্মীর ইস্যু নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে বিরোধ চলছে। সম্প্রতি বিষয়টি নিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন।

জানা গেছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ওমরাহ পালনে সৌদি আরব সফরে গেলে সেখানে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে উত্থাপিত হয় কাশ্মীর ইস্যু। পরবর্তীতে দুই দেশের নেতা নিজেদের যৌথ বিবৃতিতেও কাশ্মীরের কথা উল্লেখ করেন।

পরে যৌথ এক বিবৃতিতে সৌদি যুবরাজ ও শেহবাজ শরিফ বলেন, উভয় পক্ষই এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতের জন্য জোর দিয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনা হওয়া উচিত।

জানা গেছে, এই বৈঠকে বিশেষ করে জম্মু ও কাশ্মীর ইস্যুর সমাধানের জন্য দুই দেশের মধ্যে আলোচনার গুরুত্বের উপর জোর দেওয়া হয়েছে।

শেয়ারনিউজ, ১১ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে