ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

ঈদের দিনেও যাদের ছুটি নেই

২০২৪ এপ্রিল ১১ ১১:০৩:০৫
ঈদের দিনেও যাদের ছুটি নেই

নিজস্ব প্রতিবেদক : আজ ঈদুল ফিতর। মুসলমানদের একটি বড় উৎসব। এক মাস রোজা রাখার পর প্রিয়জনের সঙ্গে আনন্দ করার দিন। এই উপলক্ষে সরকারি ছুটি চলছে।

কিন্তু কিছু পেশার মানুষ ঈদের ছুটি উপভোগ না করে চাকরিতে নিয়োজিত। সার্বক্ষণিক এবং জরুরি পরিষেবা বজায় রাখার জন্য তাদের ২৪ ঘন্টা ডিউটিতে থাকতে হবে।

ঈদে সরকারি-বেসরকারি বেশির ভাগ প্রতিষ্ঠান বন্ধ থাকলেও কিছু প্রতিষ্ঠানের দায়িত্ব এমন যে সারা বছর এক মুহূর্তের জন্যও কাজ বন্ধ থাকে না।

ঈদের ছুটি উপেক্ষা করে নগর পরিচ্ছন্নতাকর্মী, পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী, কারা কর্মকর্তা, ২৪ ঘণ্টা সংবাদমাধ্যম, হাসপাতাল, পরিবহন শ্রমিক, বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োজিত বেসরকারি নিরাপত্তাকর্মীসহ বিভিন্ন ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের ঈদের দিনও কাজ করতে হচ্ছে।

বাড়ি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের নিরাপত্তাকর্মীরাও একই দায়িত্ব পালন করেন। ঈদেও তাদের ছুটি নেই। তাদের জীবনে কর্মক্ষেত্রে ঈদ উদযাপন করতে হয়।

আইন-শৃঙ্খলা বাহিনী

সাধারণ মানুষের ঈদ আনন্দ নিশ্চিত করতে পুলিশ সদস্যরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। যারা বাসা-বাড়ি বা অফিসে তালা দিয়ে গ্রামে চলে গেছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শহরজুড়ে নিরাপত্তার জন্য তৎপর রয়েছে।

চিকিৎসক ও নার্স

অসুস্থ ও জরুরি রোগীদের সেবায় ঈদের দিনেও হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক, নার্স ও ধাত্রীরা। ঈদের সময় হাসপাতালের রোগী ও কর্মচারীরা সবচেয়ে দুর্বিষহ সময় কাটাচ্ছেন। অনেকে ছুটিতে গেলেও বাড়তি চাপ সামলাতে দ্বিগুণ হিমশিম খাচ্ছেন দায়িত্বে থাকা ব্যক্তিরা।

সাংবাদিক

যারা ২৪ ঘণ্টা অনলাইন নিউজ পোর্টাল, রেডিও-টেলিভিশনে কাজ করেন তাদের অনেককেই ঈদে দায়িত্ব পালন করতে হয়। এই দুই মাধ্যমের সাংবাদিকদের সঙ্গে অন্যান্য প্রয়োজনীয় কর্মীদেরও দায়িত্ব পালন করতে হবে। ঈদ উৎসবে মিডিয়া হাউসগুলোকে অনেক নিউজ কভার ও অনুষ্ঠান করতে হয়। এটাকে তারা ঈদের আনন্দের অংশ হিসেবে মনে করেন। কিন্তু খুব কম মানুষই পরিবার, বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনের সঙ্গে সময় কাটাতে সৌভাগ্যবান।

টেলিভিশন চ্যানেল ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরাও পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে না পারলেও ঈদের দিন অন্যের আনন্দে শামিল হয়ে সেই দুঃখ ভুলতে চেষ্টা করেন।

জরুরি পরিষেবা

শহরের জরুরি পরিষেবা চালু রাখতে একদল কর্মী কাজ করছেন। এর মধ্যে জরুরি বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরাও রয়েছেন। নাগরিকদের সেবায় ব্যস্ত সময় কাটে তাদের ঈদ।

শেয়ারনিউজ, ১১ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে