ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

ঈদে সেবায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৪ এপ্রিল ০৯ ১৮:০৬:১৮
ঈদে সেবায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন ঈদের সময় রোগীদের স্বাস্থ্যসেবায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন। সেবা নিশ্চিতে নিজেই হাসপাতাল পরিদর্শন করবেন বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার (০৯ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

ডা. সামন্ত লাল বলেন, ‘যাদের ডিউটি আছে, যাতে সেবা ব্যাহত না হয় সেজন্য আমি নিজে সেটা মনিটর করব। আমি কখন কোথায় কোন হাসপাতালে যাব আমি কাউকে বলব না। কিন্তু আমি এ কয়দিন নিজেও হাসপাতালগুলো মনিটর করব। শুধু ঢাকা না ঢাকার বাহিরেও।’

স্বাস্থ্যমন্ত্রী জানান, ঈদে হাসপাতালে যাতে সবাই সঠিক সেবা পায় সেজন্য নির্দেশনা দেয়া হয়েছে। দায়িত্বে অবহেলা বা ভুল চিকিৎসা মেনে নেয়া হবে না।

ঈদে চিকিৎসকসহ যারা হাসপাতালে দায়িত্ব পালন করবেন তাদের জন্য প্রথমবারের মতো উন্নত খাবার দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

ঔষধের গুণগত মান নিয়ে আলোচনা হচ্ছে জানিয়ে ডা. সামন্ত লাল বলেন, ‘এ বিষয়ে ঔষধ প্রশাসনকে তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।’ এসময় ডেঙ্গুর ক্ষেত্রে মানুষকে সচেতন হতে হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

শেয়ারনিউজ, ০৯ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে