ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

বীরেন্দর সিংহের বিজেপি ত্যাগ, মোদির প্রাক্তন মন্ত্রীর নতুন পথের সূচনা

২০২৪ এপ্রিল ০৯ ০৯:২৭:৩১
বীরেন্দর সিংহের বিজেপি ত্যাগ, মোদির প্রাক্তন মন্ত্রীর নতুন পথের সূচনা

আন্তর্জাতিক ডেস্ক : হরিয়ানার প্রভাবশালী নেতা ও মোদি সরকারের সাবেক মন্ত্রী চৌধুরী বীরেন্দর সিংহ ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ছাড়ার ঘোষণা দিয়েছেন।

সোমবার (০৮ এপ্রিল) বিজেপির প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেন তিনি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

বিজেপি ছাড়ার ঘোষণা দিয়ে বীরেন্দর সিংহ বলেন, ‘আগামীকাল (আজ মঙ্গলবার) আমি কংগ্রেসে যোগ দেব।’

দল বদল করা চৌধুরী বীরেন্দর সিংহের কাছে নতুন কিছু নয়। এর আগে ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগেও তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন।

২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত মোদি সরকারের প্রথম মন্ত্রীসভায় গ্রামোন্নয়ন, পঞ্চায়েতি রাজ, ইস্পাত-সহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরে মন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেছেন। তিনি বিজেপি থেকে দুই দফায় রাজ্যসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন। কিন্তু ২০২০ সালের পর তাঁকে আর সংসদের উচ্চকক্ষের টিকিট দেয়নি বিজেপি।

এতদিন পারিবারিকভাবেই বিজেপির রাজনীতি করেছেন বীরেন্দর সিংহ। ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত হরিয়ানার এমপি ছিলেন বীরেন্দরের স্ত্রী প্রেমলতা।

এই দম্পতির ছেলে বীজেন্দ্র সিংহ ২০১৯ সালের নির্বাচনে বিজেপি থেকে টিকিট নিয়ে জয়ী হয়েছিলেন। এই নেতাও গত মাসে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন।

ছেলের পর এবার ৭৮ বছর বয়সী বাবা বীরেন্দর সিংহও বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিতে যাচ্ছেন। মা প্রেমলকা কী করবেন, তা এখনো পরিষ্কার নয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বীরেন্দর সিংহের পুরো পরিবার কংগ্রেসে যোগ দিলে হরিয়ানায় বিজেপি চাপে পড়তে পারে।

বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতে আগামী ১৯ এপ্রিল শুরু হবে ভোটগ্রহণ। গত মার্চে দেশটির নির্বাচন কমিশন জানায়, মোট সাত দফায় এবারের লোকসভা নির্বাচন হবে।

সপ্তম দফার ভোট হবে ১ জুন। ৪ জুন ফল প্রকাশ। ১৬ জুন শেষ হবে বর্তমান লোকসভার মেয়াদ।

শেয়ারনিউজ, ০৯ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে