ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

আসছে বাজার কাঁপানো তিন আইপিও শেয়ার

২০২৪ এপ্রিল ০৯ ০০:০৪:১৬
আসছে বাজার কাঁপানো তিন আইপিও শেয়ার

নিজস্ব প্রতিবেদক : এপ্রিলের শুরু থেকেই চাঙ্গা রয়েছে ভারতের শেয়ারবাজার। গত ৭ দিনে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে সেনসেক্স। লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিফটির গ্রাফও। এই আবহে আইপিওতে লগ্নি মেগা রিটার্ন দেবে বলে দাবি ব্রোকারেজ হাউজগুলো। চলতি সপ্তাহে শেয়ারমার্কেটে লিস্টিং হতে চলেছে তিন আইপিও শেয়ার।

তীর্থ গোপিকন

সোমবার অর্থাৎ ০8 এপ্রিল থেকে শুরু হয়েছে এই আইপিওর সাবস্ক্রিপশন। ১০ তারিখ পর্যন্ত করা যাবে আবেদন। আইপিওটির মাধ্যমে ৪০ লাখ নতুন শেয়ার বাজারে ছাড়তে চলেছে তীর্থ গোপিকন। আইপিওটিতে ফিক্সড প্রাইস ইস্যু রাখা হয়েছে ৪৪ কোটি ৪০ লাখ টাকা।

তীর্থ গোপিকনের আইপিওর প্রাইস ব্যান্ড সেট করা করা হয়েছে ১১১ টাকায়। এর প্রতি লটে থাকছে ১২০০টি আইপিও। বিনিয়োগকারীদের ন্যূনতম একটি লট কিনতে হবে। অর্থাৎ কমপক্ষে ১ লাখ ৩৩ হাজার ২০০ টাকা বিনিয়োগ করতে হবে তাঁদের।

১২ এপ্রিল বরাদ্দ হবে এই আইপিওর শেয়ার। আইপিওটির শেয়ারমার্কেটে তালিকাভুক্তির দিন এখনও ঠিক হয়নি। এর লিস্টিং হতে পারে ১৬ এপ্রিল।

ডিসিজি কেবলস অ্যান্ড ওয়্যার

সোমবার বাজারে আসছে ডিসিজি কেবলস অ্যান্ড ওয়্যার আইপিও। এর সাবস্ক্রিপশন বন্ধ হবে ১০ এপ্রিল। এই আইপিওর শেয়ার ফিক্সড প্রাইসে ইস্যু হবে ৪৯ কোটি ৯৯ লাখ টাকার। বৈদ্যুতিক তার কোম্পানির আইপিওর প্রাইস ব্য়ান্ড ১০০ টাকা ধার্য করা হয়েছে।

গ্রিন হাইটেক ভেঞ্চার্স

১২ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত চলবে এই আইপিওর সাবস্ক্রিপশন। আইপিওটির মাধ্যমে ১২ হাজার ৬০ হাজার নতুন শেয়ার বাজারে আনছে গ্রিন হাইটেক। মাত্র ৫০ টাকা রাখা হয়েছে এর প্রাইস ব্যান্ড। এতে ফিক্সড প্রাইস ইস্যু করা হয়েছে ৬ কোটি ৩০ লাখ টাকা।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল শেয়ারমার্কেটে লেনদেনে আসে ৪ হাজার কোটির আইপিও। ওই দিন শুরু হয় ভারতী হেক্সাকমের সাবস্ক্রিপশন। আইপিওটির মাধ্যমে বাজার থেকে 4 হাজার ২৭৫ কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে ভারতী এয়ারটেলের সহযোগী এই টেলিকম সংস্থা। ৫ টাকার ফেস ভ্যালুতে সাড়ে ৭ লাখ নতুন শেয়ার বাজারে ছেড়েছেন তাঁরা। যার প্রাইস ব্যান্ড সেট করা হয়েছে ৫৪২ থেকে ৫৭০ টাকা। ৫এপ্রিল পর্যন্ত উম্মুক্ত ছিল এই আইপিওর সাবস্ক্রিপশন।

শেয়ারনিউজ, ০৮ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে