ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
Sharenews24

আবারও জাপানে শক্তিশালী ভূমিকম্প

২০২৪ এপ্রিল ০৮ ২২:৪৫:১১
আবারও জাপানে শক্তিশালী ভূমিকম্প

প্রবাস ডেস্ক : তিন দিনের ব্যবধানে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে জাপানে। এবার দেশটির দক্ষিণ-পশ্চিমে মিয়াজাকি অঞ্চলে ৫.২০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, সোমবার (০৮ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১০ টা ২৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল ৪০ কিলোমিটার (২৪ মাইল)।

তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে গত বৃহস্পতিবার (০৪ এপ্রিল) সকালে জাপানের হোনশুর পূর্ব উপকূলে ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। তবে কোনো ক্ষতি হয়নি।

তার আগে, নতুন বছরের প্রথম দিনে (০১ জানুয়ারি) জাপানের উত্তর-পূর্ব ইশিকাওয়া প্রিফেকচারের নোটো উপদ্বীপের সুজু এলাকায় ৭.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

ভূমিকম্পের ফলে সমুদ্রে সুনামি বা বড় ধরনের ঢেউ সৃষ্টি হয় এবং উপকূলের অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়। এই ভূমিকম্পে প্রায় ২৫০ জনের মৃত্যু হয়। আহত হয়েছেন প্রায় ১ হাজার ২৯৭ জন।

এদিকে, বুধবার (০৩ এপ্রিল) তাইওয়ানের পূর্ব উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে, যা ২৫ বছরের মধ্যে দ্বীপ দেশটির সবচেয়ে শক্তিশালী। এতে অন্তত নয়জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। এছাড়া শতাধিক ভবন ধ্বংস হয়েছে।

শেয়ারনিউজ, ০৮ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে