ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
Sharenews24

নির্বাচনী জনসভায় মোদির জয় নিয়ে বেফাঁস মন্তব্য নীতীশের, ভিডিও ভাইরাল

২০২৪ এপ্রিল ০৮ ১১:৩৩:০৮
নির্বাচনী জনসভায় মোদির জয় নিয়ে বেফাঁস মন্তব্য নীতীশের, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক : এবার মোদি চার লাখ এমপি নিয়ে জিতবেন বলে মন্তব্য করেছেন ভারতের বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তবে সঙ্গে সঙ্গেই নিজেকে শুধরে নিয়ে বলেন, ‘না, মোদি চার হাজার সাংসদ নিয়ে জিতবেন।’ কিন্তু এই সংখ্যাটিও ভুল। সমগ্র ভারতে এত বেশি নির্বাচনী আসন নেই। খবর হিন্দুস্তান টাইমসের।

রোববার (০৭ এপ্রিল) বিহারের নওদায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে মোদির উপস্থিতিতে নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার সময় নীতীশ কুমার এ বেফাঁস মন্তব্য করেন। তাঁর এই মন্তব্যের ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোস্যাল মিডিয়ায়।

রোববারের জনসভায় মোদির পা ছুঁয়ে প্রমাণ করতেও দেখা গেছে নীতীশ কুমারকে। এ নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তীব্র সমালোচনা। তিন মাস আগে জেডিইউ নেতা নীতিশ কুমার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটে যোগ দেন। এরপরই কোমর বেঁধে নেমে পড়েন নির্বাচনী প্রচারে।

নির্বাচনী জনসভায় দীর্ঘ সময় বক্তব্য দেন নরেন্দ্র মোদি। বলেন, ‘আপ কি বার ৪০০ পার।’ অর্থাৎ ৪০০ আসনে জয়ের আশা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিকে, নীতীশের মন্তব্য নিয়ে ঠাট্টা করছেন রাজনৈতিক নেতারাও। আরজেডি নেতা লালুপ্রসাদ যাদবের দলের মুখপাত্র সারিকা পাশওয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভিডিওটি শেয়ার করে লেখেন, ‘‌মুখ্যমন্ত্রী চেয়েছিলেন চার লাখ সাংসদ নিয়ে প্রধানমন্ত্রী জিতবেন। পরে হয়তো ভেবে দেখেছেন এটা বেশি হয়ে যাচ্ছে। তাই চার হাজারই যথেষ্ট।’

শেয়ারনিউজ, ০৮ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে