ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

আলমারিতে লুকিয়ে ছিলেন কেএনএফ নেতা চেওসিম বম

২০২৪ এপ্রিল ০৮ ১১:২৫:৩৪
আলমারিতে লুকিয়ে ছিলেন কেএনএফ নেতা চেওসিম বম

নিজস্ব প্রতিবেদক : র‌্যাব-১৫ বান্দরবানে বিশেষ অভিযানে পাহাড়ি সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) 'প্রধান সমন্বয়ক' চেওসিম বোমকে (৫৫) গ্রেপ্তার করেছে। শনিবার (০৬ এপ্রিল) রাতে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের শরণপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

এক সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, কেএনএফের কেন্দ্রীয় কমিটির অন্যতম প্রধান সমন্বয়ক চেওসিম বমকে আটক করা হয়েছে। নিজ ঘরে আলমারির ভেতর লুকিয়ে ছিলেন তিনি।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চেওসিম বমের বাড়ি ঘেরাওয়ের পর ভেতরে প্রবেশ করে র‌্যাব জানিয়ে লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ বলেন, তবে সেখানে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে ঘরের স্টিলের আলমারির ভেতর থেকে তাকে আটক করা হয়। আলমারিতে লুকিয়ে ছিলেন তিনি। তার কাছ থেকে দু‌টি বন্দুক উদ্ধার করা হয়েছে। চেওসিম বম কেএনএফের কেন্দ্রীয় কমিটির অন্যতম প্রধান সমন্বয়ক।

র‌্যাব জানায়, রোয়াল লিন বম (৫৫) এবং চেওশিম বম (৫৫) বান্দরবানে প্রথম কেএনএফ গঠন করে। তাদের সঙ্গে কেএনএফ প্রধান নাথান বমের আত্মীয়তার সম্পর্ক রয়েছে।

শেয়ারনিউজ, ০৮ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে